Siliguri News : যানজট রুখতে মোক্ষম দাওয়াই! শহরে ৬ নয়া পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত পুরসভার – siliguri municipal corporation will build six new parking zone across siliguri


দীর্ঘদিন ধরেই তীব্র যানজটে নাকাল হতে হয় শিলিগুড়ি শহরের বাসিন্দাদের। দিনের ব্যস্ত সময়ে রাস্তা বেরলে কখন গন্তব্য পৌঁছবেন তার কোনও ঠিক ঠিকানা থাকে না। যত্রতত্র গাড়ির পার্কিং সমস্যা আরও বাড়ি তোলে। শিলিগুড়ি শহরের যানজটের সমস্যা মেটাতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিলিগুড়ির যানজট কমাতে শহরে তৈরি করা হবে ছ’টি পার্কিংজোন। শিলিগুড়ি পুরসভার তরফে ইতিমধ্যেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর ছ’টি জায়গা চিহ্নিত করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বর মাসের মধ্যেই পার্কিং জোনগুলি চালু করে ফেলতে চাইছে পুরসভা।

Kona Expressway Project: জ্যামজটের সমাধানে বিশ্বমানের সুপার হাইওয়ে কোনা এক্সপ্রেসওয়ে, শীঘ্রই হচ্ছে ৬ লেনের উঁচু উড়ালপথ
শিলিগুড়ির যানজটের সমস্যা মেটাতে পার্কিং জোন, বাস টার্মিনাস তৈরি সহ একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে পুরসভা ও এসজেডিএ-র তরফে। শহরে বিকল্প রাস্তা তৈরির পাশাপাশি বাস ও টোটো নিয়ন্ত্রণের পরিকল্পনাও করা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে পার্কিং জোন চালু হলে সমস্যা কিছু মিটবে বলেই আশা পুরসভার। জানা গিয়েছে, সেভক রোডে টিবি হাসপাতল চত্বর, মিলনপল্লি হাউজিং, কিরণচন্দ্র ভবনের নীচতলায়, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে, তিস্তা ব্যারেজের কাছে জ্যোতিনগরে, পান্থ নিবাসের নীচে পার্কিং জোন তৈরির জন্য এলাকা চিহ্নিত করা হয়েছে।

Kolkata Traffic Update : শনির যানজটে ব্যাহত ‘উইকএন্ড ফান’? ট্রাফিক নিয়ে বড় আপডেট কলকাতা পুলিশের
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও শিলিগুড়িতে পার্কিং জোনের অভাব দীর্ঘদিনের। একের পর এক নিত্যনতুন দোকানপাট, শপিং মল বা সিনেমা হল তৈরি হলেও পার্কিং জোন তৈরি করা হয়নি। ফলে হিলকার্ট রোড়, সেভক রোডসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় প্রবল যানজটের সমস্যা হয়। রাস্তার উপর সারি সারি বাইক, টোটো বা গাড়ি দাঁড় করে রাখা হয়। এমনকী ফুটপাথের উপরও বাইক-গাড়ি পার্কিং করা হয়। সেই কারণে দিনের পর দিন একদিকে যেমন যানজট বাড়ছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও। ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে এই নিয়ে সরব হন বিরোধী কাউন্সিলররা। তারপরই পুরসভার তরফে এই নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, ‘শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মেটাতে পার্কিংজোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গাও চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। আশা করি ডিসেম্বর মাসের মধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে।’

Breast Feeding Zone : শহরে চালু হচ্ছে ব্রেস্ট ফিডিং জোন
শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের কথায়, ‘যানজট সমস্যা সমাধানে ছ’টি পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গাও চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে এই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। শীঘ্রই এই এলাকাগুলিতে পার্কিং জোন তৈরির পরিকাঠামো শুরু করা হবে। এর পাশাপাশি কিছু রাস্তা তৈরি করা হবে। সম্প্রসারণ করা হবে বেশ কিছু রাস্তা। টোটোর দৌরাত্ম্য নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। আশা করি যানজট সমস্যা সমাধান করা সম্ভব হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *