রাতভোর অন্ধকার ডুবে শহর, ক্ষতিগ্রস্ত পাওয়ার লুমের শ্রমিকরাও, রাজ্য সড়ক অবরোধ নদিয়ায়


Nadia জেলার রানাঘাটে বিস্তীর্ণ অঞ্চলে নিত্যদিনই চলছে বিদ্যুৎ বিভ্রাট। রানাঘাটের আইসতলা এলাকায় দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুতের অবিচ্ছিন্ন সংযোগের দাবিতে রাজ্য সড়ক অবরোধ সাধারণ মানুষ ও পাওয়ার লুমের শ্রমিকদের। নদিয়া রানাঘাটে অবিচ্ছন্ন পরিষেবার দাবিতে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। অবরোধের কারণে তীব্র যানজট তৈরি হয়।

Nadia News Today : জোট কর্মীকে সাহায্য করার সন্দেহ! নদিয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলা অপর গোষ্ঠীর, নিহত ১
বিদ্যুৎ নিয়ে কী অভিযোগ?

দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ পরিষেবা. নাভিশ্বাস উঠছে রানাঘাট রামনগর 1নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। আবার বিদ্যুৎ না থাকার কারণে ব্যাহত হচ্ছে পাওয়ার লুমের কাজকর্ম। সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরকে বারংবার জানিয়েও সমস্যা মেটেনি। তাই বাধ্য হয়ে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল বাসিন্দারা।

Nadia Student Murder : স্মার্ট ওয়াচ-গেমিং ল্যাপটপের লোভেই কি প্ল্যান করে খুন এইটের পড়ুয়া?
স্থানীয় বাসিন্দাদের দাবি কী?

তাঁদের দাবি, রানাঘাট রামনগর এলাকার একটি ফিটার এতদিন যুক্ত ছিল রানাঘাটের সঙ্গে। পরে ওই এলাকার এলাকায় ফিডারটি আড়ংঘাটার সঙ্গে যুক্ত হয়। বিদ্যুৎ পরিষেবা প্রায়শই ব্যাহত হচ্ছে। বর্তমানে এই অংশে বেশ কয়েকটি পাওয়ারলুম রয়েছে যাতে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ রুটি রুজির ব্যবস্থা সেখানে। বর্তমানে এই ফিডারটি চেঞ্জ হওয়ার কারণে প্রায়শই বিদ্যুৎ থাকছে না।

Nadia News: গেমিং ল্যাপটপ কেনার লোভ! মুক্তিপণ চেয়ে কিশোরকে অপহরণ করে খুন
সমস্যায় পড়েছেন কারা?

সমস্যায় পড়েছেন রামনগর গ্রাম পঞ্চায়েতের অধীন সুভাষপল্লী, আইশতলার সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে কারখানা চালাতে না পেরে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে হবে। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনের অধিকাংশ সময় পাওয়ারলুম বন্ধ থাকছে। পুজোর আগে কাজের চাপ থাকলেও, বিদ্যুতের কারণে তারা পাওয়ার লুমে কাজ করতে পারছেন না।

কোটি কোটি টাকার গয়না লুট! কাটছে না এখনও আতঙ্ক!

ডেঙ্গীর মধ্যে প্রচণ্ড গরমে রোগী থেকে বাচ্চা সকলেই নাজেহাল হয়ে যাচ্ছে। সকাল সাড়ে আটটা থেকে রাস্তা অবরোধের কারণে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বললেও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করতে হবে। এমনই দাবিতে অবরোধকারীরা অনড়। দীর্ঘসময়ের বিদ্যুৎ সংযোগ সমস্যা যত দ্রুত সম্ভব মেটানো যায়, সে ব্যাপারে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *