টিউশন পড়াতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মৃত্যু তরুণীর, তুমুল উত্তেজনা বারুইপুরে


ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। বাচ্চাদের টিউশন পড়াতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু এক মহিলার। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃত মহিলার নাম সালমা বিবি (৩৫)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। বাস ভাঙচুর করে উন্মত্ত জনতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ।

Dakshin 24 Pargana News : নার্সের দিকে তরল পদার্থ নিক্ষেপ যুবকের! জয়নগরের শিউরে ওঠার মতো ঘটনা
কোথায় ঘটেছে এই দুর্ঘটনা?

জানা গিয়েছে, বেপরোয়া বাসের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বারুইপুরে। শুক্রবার বিকালে রাস্তা পার হতে গিয়ে বারুইপুর বারাসাত রুটের বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনার জেরে উত্তেজিত জনতা একাধিক বাস ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ।

Duttapukur Blast : দত্তপুকুর বিস্ফোরণে বিহার যোগ! ২ ‘বাদশা’-র নির্দেশেই ‘পপবাজি’-র রমরমা কারবার
কী ভাবে ঘটল দুর্ঘটনা?

বারুইপুর কুলপি রোডের উপর যোগী বটতলা এলাকায় মডার্ন ক্লাবের উল্টোদিকে রাস্তা পারাপারের সময় বারুইপুর থেকে বারাসাতগামী বাস ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক বছর ৩৫ এর ওই মহিলার। মৃত মহিলার নাম সালমা বিবি। তিনি বাচ্চাদের হলি ক্রস স্কুলে টিউশনি পড়তে নিয়ে যাচ্ছিলেন। বাচ্চাদের সামনেই এই দুর্ঘটনা ঘটে।

Dakshin 24 Pargana News : সভানেত্রীর ঋণ ‘দুর্নীতি’! মহিলাকে লাইট পোস্টে বেঁধে মারধর, অভিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা
দুর্ঘটনার কারণে বিক্ষোভ স্থানীয়দের

ঘটনার পরে বারুইপুর বারাসাত রুটের বেশ কয়েকটি বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। এই ঘটনা জেরে বারুইপুর কুলপি রোড অবরোধ করে প্রায় দু’ঘন্টার উপর। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে সেই অবরোধ তোলে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বেহালায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছোট্ট পড়ুয়ার। ঘটনার পর পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। রাস্তায় বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে পথে নামে স্থানীয় বাসিন্দারা। এরপরেও টনক নড়েনি গাড়ি চালকদের বলে অভিযোগ স্থানীয়দের।

Behala Accident : লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, অগ্নিগর্ভ বেহালা!

স্থানীয় বাসিন্দারা কী বলছেন?

স্থানীয় এক বাসিন্দা জানান, বারাসত বারুইপুর রুটের বাস বেপরোয়া ভাবে গাড়ি চালায়। ওরা কোনও কিছু দেখে না। নিজের মতো গাড়ি চালায়। এর আগেও এরকম একাধিক দুর্ঘটনা ঘটেছে। আজকেও এক মহিলাকে পথ দুর্ঘটনার শিকার হতে হল। পুলিশকে জানিয়ে লাভ হয়নি। বেপরোয়া বাস চলাচলের ব্যাপারে পুলিশের আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান স্থানীয় বাসিন্দারা। এদিন পুলিশের সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাস স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *