ডাকাতির কী ঘটনা ঘটেছিল?
নদিয়া জেলার রানাঘাটে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নিজের কয়েকজন সহকর্মী সঙ্গ করে ডাকাত দলের দিকে ছুটে যান রতন। ডাকাত দলের দিকে তাক করে গুলি ছোড়েন। আঘাত করেন কয়েকজন দুষ্কৃতীকে। নিজের থলথলে চেহারা নিয়েও সাহসিকতার সঙ্গে লড়েন তিনি।
রতন রায়ের প্রতিক্রিয়া কী ছিল?
ঘটনার পরেই সংবাদের শিরোনাম উঠে আসেন রানাঘাট থানার এএসআই রতন রায়। তাঁর লড়াইয়ের কথা উঠে আসে সংবাদ মাধ্যমে। এই ঘটনার পর রতন জানিয়েছিলেন, ঘটনার দিন কোনও ভাবেই ভয় পাননি তিনি। ভয় পেলে লুকিয়ে পড়তে হতো। এমনকি এই ঘটনা আগে কোনওদিন এরকম ঘটনার সম্মুখীন হননি।
পুরস্কার পেয়ে প্রতিক্রিয়া কী?
শুক্রবার ছিল Police Day। সেদিনই তাঁকে সংবর্ধনা দেওয়া হল। পুরস্কার পেয়ে আপ্লুত ওই পুলিশ আধিকারিক। তিনি জানান, এই পুরস্কার আমাকে আগামী দিনে আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। যে কোনও সংবর্ধনা দেয় ভালো কাজের উৎসাহ যোগায়। সেই কারণেই সম্মানিত হয়ে ভালই লাগছে বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার কী জানালেন?
রতন রায়কে নিয়ে জেলা পুলিশ সুপার কে কান্নান জানান, আমাদের সহকর্মীর কাজে আমাদের গোটা পুলিশ বিভাগ গর্ব অনুভব করছে। ওদের কাজ বাকি পুলিশ কর্মীদের অনেক উৎসাহিত করেছে। সেই কারণে আজকে পুলিশ দিবসের দিনে ওকে সম্মানিত করা হল।
মঙ্গলবার দুপুরে নদিয়ার রানাঘাট এবং পুরুলিয়ার একই কোম্পানির সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাটে সোনার দোকানে ডাকাতির খবর পেয়েই ছুটে যান ওই পুলিশ আধিকারিক। ৫০০ মিটার দূরে থেকে ডাকাত দলের দুই জনের দিকে গুলি ছোড়েন ওই পুলিশ আধিকারিক। ঘটনার পর পাঁচজন ধরা পড়ে। আহত ডাকাতদের কাছ থেকে কোটি টাকার লুঠের গয়না এবং নগদ টাকা উদ্ধার হয়।