এই সময়, বাঁকুড়া: মাসকয়েক ধরে বন্ধ বেতন। অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অবস্থানে বসলেন পুরসভার অস্থায়ী শ্রমিক, কর্মচারীরা। কর্মসূচিতে সামিল পেনশন হোল্ডাররাও। দাবি, তাঁদেরও পেনশন বকেয়া রয়েছে কয়েকমাস। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী পুরসভার। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।
অস্থায়ী শ্রমিক কর্মচারী ও পেনশন হোল্ডার সমন্বয় কমিটির ব্যানারে বৃহস্পতিবার ভোর থেকে পুরসভার গেটে শুরু হয় অবস্থান। এদিন কাজেও যোগ দেননি অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। ফলে সাফাই থেকে শুরু করে এদিন ব্যাহত হয় নানা পরিষেবা। যদিও জল, অ্যাম্বুল্যান্স সমেত জরুরি পরিষেবা চালু ছিল বলে জানা গিয়েছে। তবে গেটে অবস্থান বিক্ষোভের জেরে এদিন পুরসভার ভিতরে ঢুকতে পারেননি কোনও স্থায়ীকর্মী।
অস্থায়ী শ্রমিক কর্মচারী ও পেনশন হোল্ডার সমন্বয় কমিটির ব্যানারে বৃহস্পতিবার ভোর থেকে পুরসভার গেটে শুরু হয় অবস্থান। এদিন কাজেও যোগ দেননি অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। ফলে সাফাই থেকে শুরু করে এদিন ব্যাহত হয় নানা পরিষেবা। যদিও জল, অ্যাম্বুল্যান্স সমেত জরুরি পরিষেবা চালু ছিল বলে জানা গিয়েছে। তবে গেটে অবস্থান বিক্ষোভের জেরে এদিন পুরসভার ভিতরে ঢুকতে পারেননি কোনও স্থায়ীকর্মী।
ঢুকতে পারেননি কাউন্সিলররাও। আন্দোলনকারীরা জানিয়েছেন, কয়েকমাস ধরে তাঁরা অস্থায়ী শ্রমিক কর্মচারীরা বেতন পাচ্ছেন না। একই ভাবে পেনশনভোগীরাও মাসকয়েক প্রাপ্য টাকা পাননি। ফলে সংসার চালাতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন তাঁরা।
বিষয়টি নিয়ে এদিন বিকেলের দিকে আলোচনায় বসেন পুরসভা কর্তৃপক্ষ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় সহ কয়েকজন কাউন্সিলার। ছিলেন আন্দোলনকারীদের প্রতিনিধিরাও। চেয়ারম্যান বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের নিজস্ব তহবিলে টান পড়ায় একটু বকেয়া হয়ে গিয়েছে। অতি শীঘ্রই সেই বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পেনশনভোগীদের বকেয়াও তাড়াতাড়ি মিটে যাবে।’