Crime News: মডেলিংয়ের জন্য ডেকে গণধর্ষণ, নারকীয় পাশবিকতার শিকার মডেল – professional model allegedly gang raped in a resort of bardhaman


সোশ্যাল মিডিয়া মডেলিংয়ের পোস্ট দেখে অডিশনে গিয়ে গণধর্ষণের শিকার বর্ধমানের বাসিন্দা উদীয়মান মডেল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আউশগ্রাম থানার ভাল্কি মাচান এলাকায়।

মডেলিংয়ের কাজের জন্য ডেকে গণধর্ষণ করা হয় তরুণীকে, বলে অভিযোগ। শুধু তাই নয়, মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
Famous Vlogger : দার্জিলিঙে ভুয়ো যৌনপল্লি! ভিডিয়ো করে বিপাকে বর্ধমানের ভ্লগার

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া মডেল লাগবে বলে একটি পোস্ট করা হয়েছিল। সঙ্গে ছিল একটি যোগাযোগের নম্বর। বিজ্ঞাপনটি দেখে আবেদন করেন নির্যাতিতা তরুণী। ফোন করলে তাঁকে ৫১২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়। ফোনে দেওয়া নির্দেশ মতোই নাম নথিভুক্ত করেন ওই তরুণী। এরপরই তাঁকে ১৭ অগাস্ট আউশগ্রামের ভাল্কি মাচানে অবস্থিত অরণ্যসুন্দরী রিসর্টে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেই রিসর্টের ঘরেই তরুণীর উপর চালানো হয় অত্যাচার।
Dakshin 24 Pargana News : দরজা খুলে রেখে ঘুম! শিশুকে খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে ওই তরুণী নির্ধারিত স্থানে পৌঁছলে তাঁকে প্রথমে একটি রুমে যেতে বলা হয়। দোতলার সেই রুমে পৌঁছলে তাঁর হাতে একটি স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তরুণীর সঙ্গে থাকা স্বামীকে নিচে যেতে বলা হয়। অভিযোগ, এরপরই অরিবিন্দ গোপাল মিশ্র নামে এক অভিযুক্ত ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন। সেখান থেকে বেরিয়ে তরুণী বিষয়টি তাঁর স্বামীকে জানালে প্রতিবাদ করেন ওই যুবক। তরুণীর স্বামীকে তখন প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বলা হয় মুখ খুললে দুজনকেই মেরে ফেলা হবে। ভয়ে এমনকি কাউকে কিছু বললে বা পুলিশে জানালে তরুণীর স্বামীকে মেরে ফেলা হবে বলে জানানো হয়। ভয়ে সেই মুহূর্তে তারা সেখান থেকে বাড়ি চলে যান।
TMCP Leader Beaten Up: ‘প্রাণে মারতেই ডেকে আনা হয়েছিল’, TMC নেতা বাবার বিরুদ্ধে বরকে মারধরের অভিযোগ তুললেন মেয়ে

তারপর ফের গত ৩০ অগাস্ট ফোন করে তাদের ব্ল্যাকমেল করা হয় এবং আবার ৩১ তারিখে আসতে বলা হয় ।অভিযোগ, ৩১ তারিখে রিসর্টে ডেকে ফের স্বামীকে নিচে নামিয়ে দিয়ে অরবিন্দ গোপাল মিশ্র ও রিসর্ট ম্যানেজার বঙ্কিম ঘোষ জোর করে তরুণীরে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই অসহায় দম্পতি পুলিশের দ্বারস্থ হন।
Domjur Wife Murder Case: নাচ নয়, স্ত্রীকে খুনের আসল কারণ ফাঁস! মুখ খুলল অভিযুক্ত স্বামী

অভিযুক্ত অরবিন্দ গোপাল মিশ্র ও বঙ্কিম ঘোষ দু-জনেরই বাড়ি আউশগ্রাম থানা এলাকায়। অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেফতার করে পুলিশ। রিসর্টের কর্মীরা বিষয়টি শুনে বলেন, ‘এখানে শুটিং হচ্ছিল ঠিকই। টাকা পয়সা নিয়ে একটা ঝামেলার কথাও শুনেছিলাম তবে প্রকৃত কী হয়েছে জানি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *