Duare Sarkar : ‘দুয়ারে সরকার’ শিবিরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার ব্যাপারে গুরুত্ব আরোপ – enrollment of migrant workers in seventh phase duare sarkar camp is being given importance


এই সময়, মেদিনীপুরঃ ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ শিবির। এবার ‘দুয়ারে সরকার’ শিবিরে সংযোজন পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করণ। পরিষেবার পাশাপাশি বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়টিকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মলেনে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদেরী বলেন, ‘পশ্চিম মেদিনীপুর জেয়ায় ৫৪৪৯টি ক্যাম্প করা হবে। প্রতিটি ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নিরদিষ্ট রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, যে ফর্ম নিয়ে জেলার থেকে ভিন রাজ্যে বা ভিন দেশে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন কাজ করেন তাঁরা আবেদন করে নাম নথিভুক্ত করতে পারবেন।

Duare Sarkar : রাত পোহালেই শুরু দুয়ারে সরকার, মিলবে চারটি নয়া প্রকল্পের সুবিধা
‘দুয়ারে সরকার শিবির থেকে এক লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা আছে বলে জানানো হয়েছে। জেলা শাসক বলেন, যারা এই সময় বাড়িতে আছেন, তাঁরা শিবিরে এসে আবেদন করতে পারবেন। যারা বাড়িতে নেই, বাইরে কাজে আছেন, তাঁদের পরিবারের লোকজন এসে তাঁর জন্য আবেদন করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পাট্টার জন্য আবেদন ইত্যাদি পরিষেবা গুলিও প্রদান করা হবে এই শিবির থেকে।

Duare Sarkar Camp : ৬০ হলেই সবাই পাবেন বার্ধক্যভাতা, শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’-এর সপ্তম পর্যায়
জানা গিয়েছে, জেলায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী ২ কোটি টাকা অনুমোদন করেছেন। যেসব জায়গায় পানীয় জলের সমস্যা আছে সেগুলি চিহ্নিত করে কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও রোড সেফটি বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলাশাসক বলেন, আমাদের জেলায় ২৫ শতাংশ দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। মানুষ যাতে রাস্তায় বাইক, গাড়ি নিয়ে বেরোলে আরও বেশি সচেতন হয়, সে বিষয়ে প্রচার করা হবে। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করেন ভিন রাজ্যে। বিশেষ করে ঘাটাল মহকুমার দুই লক্ষাধিক মানুষ ভিন রাজ্যে স্বর্ণশিল্পের কাজের সঙ্গে যুক্ত। সরকারি ভাবে তাঁদের নাম নথিভুক্ত হলে এবং বিভিন্ন সরকারি পরিষেবা পেলে, অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। …



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *