কলকাতার পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ তৈরির কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ার পর্যটন বিভাগ। শহরের বেশি কিছু নামজাদা ট্যুর অপারেটরদের সঙ্গে তাদের প্রথম দফার কথাবার্তা শেষ। একই সঙ্গে সেদেশের সরকারের তরফে বেশ কিছু বিমান পরিবহণ সংস্থাকে সরাসরি কলকাতা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান চালানোর অনুরোধ করা হয়েছে। এক ইংরেজি দৈনিককে এমনটাই জানিয়েছেন ট্যুরিজম অস্ট্রেলিয়ার এক আধিকারিক। মোট পাঁচটি সংস্থাকে অনুরোধ করা হলেও এখনও কোনও ইতিবাচক উত্তর আসেনি।
ভারত ও গাল্ফভুক্ত দেশগুলির পর্যটনের দায়িত্বে থাকা ট্যুরিজম অস্ট্রেলিয়ার কান্ট্রি ম্যানেজার নিশান্ত কাশীকরের কথায়, ‘কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরতে ভারত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কলকাতার বাজারও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে বিশেষ পুজো প্যাকেজ তৈরির বিষয়ে আমরা কলকাতার স্থানীয় ট্রাভেল এজেন্টদের সঙ্গে কাজ করছি। এখন আমাদের সম্পূর্ণ মনোনিবেশ পুজো প্যাকেজের উপর। তিন প্রজন্মের পর্যটকদের টানতে আমরা আগ্রহী।’ প্রায় ১২টির বেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।
কাশীকর জানিয়েছেন বিমান ভাড়াসহ দু’সপ্তাহের অস্ট্রেলিয়ার সফরের জন্য মাথা পিছু খরচ হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। সেদেশের আটটি রাজ্যের মধ্যে চারটি রাজ্য ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। দুর্গাপুজো থেকে শুরু হয়ে চলতি বছরের শেষ অবধি এই বিশেষ প্যাকেজের সুবিধা পাবেন পর্যটকরা। সদ্যবিবাহিত দম্পতিরা মধুচন্দ্রিমায় যেতে চাইলে এই প্যাকেজের সুবিধা পাবেন।
অস্ট্রেলিয়ার পর্যটন বিভাগ সূত্রে খবর, কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালের ফেব্রয়ারি থেকে পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার দরজা খুলে দেওয়া হয়। তারপর জুলাইন ২০২২ থেকে শুরু করে জুন ২০২৩ অবধি এখনও অবধি ৩ লাখ ৮২ হাজার ভারতীয় সেদেশে গিয়েছেন। যা ২০১৮-১৯ এর পরিসংখ্যানের তুলনায় ৩ শতাংশ বেশি। ভারতীয় আগ্রহের পাশাপাশি ভিসা পাওয়ার নিয়ম আরও সহজ হওয়ার কারণে তা সম্ভব হয়েছে বলে মনে করছেন সেদেশের পর্যটন দফতরের আধিকারিকরা।