Gangasagar Mela 2023 : গঙ্গাসাগরের প্রস্তুতিতে নজর টেলিকমে, বিশেষ জোর মুড়িগঙ্গা ড্রেজিংয়ে – in preparation for the gangasagar mela a special meeting was organized at the kakdwip sub division administration building


এই সময়, কাকদ্বীপ:‌ আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে বৈঠক সারলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহ সভাধিপতি শ্রীমন্ত মালি, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট। মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সেচ, পূর্ত, বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য, পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন। সব দপ্তরকে মেলার জন্য দ্রুত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Rozgar Mela: 51 হাজার যুবক পেলেন সরকারি চাকরি! নিয়োগপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বৈঠকে কপিলমুনি মন্দিরের সামনে সাগরতটের ভাঙন রোধ ও সাগরদ্বীপে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দু’টি কাজই সেচ দপ্তরের অধীন। দপ্তরের আধিকারিকদের এই কাজ দু’টি নিয়ে দ্রুত পরিকল্পনার নির্দেশ দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে বিচ্ছিন্ন গঙ্গাসাগর দ্বীপের টেলি পরিষেবা প্রতিবারই ভেঙে পড়ে। এবার বিভিন্ন টেলিকম সংস্থাকে মেলার ক’টা দিন ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থী ও কর্তব্যরত পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত পরিকাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

New Digha Sea Beach : পর্যটকদের জন্য এবার দিঘায় আরও এক ফাটাফাটি উপহার, উদ্বোধন পুজোর আগেই
বৈঠক শেষে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘২০২৪ সালের সাগর মেলার প্রস্তুতি নিয়ে এটাই প্রথম বৈঠক। গঙ্গাসাগরের উপকূলে ভাঙন রোধ, বুড়িগঙ্গা নদীতে ড্রেজিং ব্যবস্থা ও মেলা চলাকালীন টেলিকম ব্যবস্থা সচল রাখা ছাড়াও আরো বেশ কিছু বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি দপ্তরকে দ্রুত পরিকল্পনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। করোনা পরবর্তী বছরে রেকর্ড ভিড় হয়েছে মেলায়। এবারও ভিড় বাড়ার লক্ষ্যমাত্রা রেখে পরিকল্পনা নেওয়ার প্রস্তুতি শুরু করা হল।’ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘বিগত বছরগুলোরর অভিজ্ঞতা সামনে রেখে এবছরও পরিকল্পনা নেওয়ার প্রস্তুতি শুরু করা হলো।’

Delhi G20 Summit : বাঁদরের বাঁদরামি থেকে বাঁচবেন বাইডেনরা? জি-২০ বৈঠকের আগে চিন্তায় মোদী সরকার
পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ষাঁড়াষাঁড়ির কোটাল। এই কোটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রে অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি পাবে বলে আগাম পূর্বাভাস দিয়েছিল সেচ দপ্তর। প্রায় কুড়ি ফুট উচ্চতায় উঠতে পারে জল। যার জেরে এ দিন থেকে আগামী শনিবার পর্যন্ত কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী বার্জ বন্ধ থাকার নোটিস দেওয়া হয়েছে। এই বার্জগুলিতে বিভিন্ন রকম গাড়ি পারাপার করানো হয় মুড়িগঙ্গা নদীতে। তবে সাধারণ যাত্রী ভেসেল পরিষেবা চালু থাকবে।

New Digha Hotel : সেজে উঠছে নিউ দিঘা, পুজোর আগেই পর্যটকদের জন্য থাকছে বিশেষ চমক
ইতিমধ্যে এই কোটাল মোকাবিলার জন্য সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা-সহ আধিকারিকরা গত শনিবার জরুরি বৈঠক করেছেন। জেলাশাসক বলেন, ‘প্রশাসনের আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকরা কড়া নজর রেখেছেন। সুন্দরবন পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রত্যেকটা ব্লক ও পঞ্চায়েতে সিভিল ডিফেন্সের টিম মোতায়েন রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে স্থানান্তরিত করার জন্য সাইক্লোন শেল্টারগুলি খুলে রাখা হয়েছে। শুকনো খাবারও মজুদ রাখা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *