অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: রাত পোহালেই ফাইনালে কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের রেফারিং নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ইস্টবেঙ্গল। কেন? লাল-হলুদ শিবিরের দাবি, ‘একটি বিশেষ ক্লাবকে সুবিধা করে দেওয়া হচ্ছে’।
আরও পড়ুন: Mohammedan SC: খেলা চলাকালীনই হার্ট অ্যাটাক! গ্যালারিতেই মৃত্যু মহমেডান সমর্থকের
১৯ বছর পর সেই স্বপ্নের মাহেন্দ্রক্ষণ! ডুরান্ড ফাইনালে East Bengal vs Mohun Bagan। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে দেয় লাল-হলুদ বাহিনী। দ্বিতীয় সেমিফাইনাল ছিল বৃহস্পতিবার। এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে মোহনবাগানও। শেষবার লাল-হলুদ ডুরান্ড জিতেছিল ২০০৪ সালে, আর সবুজ-মেরুন ২০০০ সালে। দুই দলেরই রয়েছে ১৬টি করে ডুরান্ড। এবার যে জিতবে সেই এগিয়ে যাবে এক কদম।
এদিন সাংবাদিক সম্মেলনে ডাকা হয়েছিল ইস্টবেঙ্গল তাঁবুতে। সেই সাংবাদিক সম্মেলনেই নাম না করে মোহনবাগানের বিরুদ্ধে দুটি ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচেই একটি দল রেফারিদের তরফে অন্যায্য সুবিধা পাচ্ছে। সেমিফাইনালে সুবিধা পেয়েছে। কোয়ার্টারে মুম্বই সিটি ম্যাচে পেয়েছে। গত বছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনালে একই ঘটনা ঘটেছে। গোয়ার কোচও ম্যাচের পর সেটা বলেছেন’।
কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটির বিরুদ্ধে বক্সের মধ্যে গ্রেগ স্টুয়ার্টকে ফাউল করেন আনোয়ার আলি। কিন্তু রেফারি তো পেনাল্টি দেনইনি, উল্টে প্রতিবাদের জন্যে স্টুয়ার্টকেই হলুদ কার্ড দেখান। এফসি গোয়া ম্যাচে ঘটেছে ঠিক উল্টোটা। বক্সের বাইরে আশিক কুরুনিয়ানকে ফাউল করা হয়েছে বলে অভিযোগ। রিপ্লে-তে তা ধরাও পড়েছে। তা সত্ত্বেও পেনাল্টি দেওয়া হয় মোহনবাগানকে। দুটি ঘটনার ছবিই তুলে ধরেন দেবব্রত।
আরও পড়ুন: Sunil Chhetri: বাবা হলেন ভারত অধিনায়ক, চলে এল সেই প্রতীক্ষিত সুখবর