Sourav Ganguly: মমতার স্পেন সফরে সঙ্গী কি সৌরভ? জোর কানাঘুষো – sourav ganguly will be a part of mamata banerjee spain tour says sources


লগ্নি আনতে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রের সবুজ সংকেত এসে গিয়েছে। বিদেশি লগ্নির জন্য এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য স্পেন ও দুবাই। সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে বিশেষ দূত হিসেবে অংশ নেবেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। বার্সেলোনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশি শিল্পপতিদের বৈঠকে থাকতে পারেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

নবান্ন সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের সঙ্গে বৈঠকের জন্য স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সম্ভব বার্সোলোনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে যোগ দেবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলে সূত্রের খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
Mamata Banerjee Shah Rukh Khan : মাত্র ৯ মিনিটের হাঁটা পথ! বিগ বি-কে রাখি পরালেও কেন শাহরুখের মন্নতে গেলেন না মমতা?

জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। সফরের পরের ধাপ স্পেন। ১৩ তারিখ স্পেন যাবেন তিনি। সেখানে বার্সেলোনা থেকে ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী দুবাইয়ে ফেরত আসবেন ওখানে দু-তিন থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। রাজ্যে বিনিয়োগের জন্য দুবাই, বার্সেলোনা ও মাদ্রিজে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে কলকাতা আয়োজিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস। বিশ্ব বাণিজ্য সম্মেলেন লগ্নি আনতে ও দুবাই এবং স্পেনের শিল্পপতিদের মমতা আমন্ত্রণ জানাতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্যে বড় ধরনের বিনিয়োগ তৃণমূল সরকারের পালে ভোটের হাওয়া আরও জোরালো করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এমনকী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী।
Kunal Ghosh News : মমতার বিদেশ সফরে সঙ্গী কুণাল! অনুমতি চেয়ে হাইকোর্টে তৃণমূল নেতা

এর আগে ২০২২ সালে বিশ্ব বাণিজ্য সম্মেলেন রাজ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছিল রাজ্যে বলে জানায় রাজ্য সরকার। এর আগে লগ্নি আনতে জার্মানি ও ইটালি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Amitabh Bachchan : মুম্বই পৌঁছেই সটান জলসায়, বিগ বি-কে রাখি পরাবেন মমতা

এছাড়া মিশনারিজ অব চ্যারিটিসের অনুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন, ব্রিটেন সহ একাধিক দেশ থেকে মমতার কাছে বিভিন্ন সময় এসেছিল আমন্ত্রণপত্র। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক সময়ে অনুমতি না মেলার কারণে সফর বাতিল করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার স্পেন যাত্রায় অনুমতি মিলেছে কেন্দ্রের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *