মালদহে বেঙ্গালুরু স্পেশাল সুপারফাস্ট ট্রেনে আগুন! আতঙ্কিত যাত্রীরা fire breaks out in Bengaluru Superfast Train


রণজয় সিংহ: শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আগুনের ফুলকি! তারপর? জরুরি ব্রেক কষে দাঁড় করানো হল ট্রেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ডাউন বেঙ্গালুরু স্পেশাল সুপারফাস্টের যাত্রীরা। ঘটনাস্থল, মালদহ। 

আরও পড়ুন: Cow Smuggling: চাইলেই কি কোনও কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়া যায়! গোরু পাচার মামলায় কড়া প্রশ্নের মুখে ইডি

ঘড়িতে তখন ৮। এদিন রাতে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী  বেঙ্গালুরু স্পেশাল সুপারফাস্ট ট্রেন। তখনই দেখা যায়, ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত বি ১ কোচ থেকে আগুন ফুলকি বেরোচ্ছে! এরপর ট্রেনটি স্টেশন ছেড়ে বেরোনোর সময়ে সেই আগুনের তীব্রতা বেড়ে যায় অনেকটাই। স্রেফ জরুরি ব্রেক কষে দাঁড় করানোই নয়, ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। কী কারণে আগুন? শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা।

এভাবেই কেটে যায় প্রায় ঘণ্টা তিনেক। শেষপর্যন্ত বি ১ কোচ বদলের পর ফের গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন  বেঙ্গালুরু স্পেশাল সুপারফাস্ট ট্রেন। ঘটনা রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। রেল সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন।

এর আগে, চলন্ত চলন্ত টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে গিয়েছিল আচমকাই। কীভাবে? রেলসূত্রে খবর, ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস তখন খড়গপুরের পথে। D-7 কামরায় পাওয়ার ব্যাংকের সাহায্যে মোবাইলে চার্জ দিচ্ছিলেন এক যাত্রী। আচমকাই সেই পাওয়ার ব্যাংকটি ফেটে যায়! চেন ট্রেনটিকে দাঁড় করান আতঙ্কিত যাত্রীরা। আগুন নেভাতে সময় লেগেছিল মিনিট পনেরো। এরপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেন।

আরও পড়ুন: Aditya L1 Mission: ভারতের প্রথম সোলার মিশন আদিত্য L1-এ বাংলার ‘আদিত্য’রা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *