‘৩১ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে…’, ধূপগুড়ি জিততে ‘মহকুমা’ প্রতিশ্রুতি অভিষেকের


আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি এলাকাকে আলাদা করে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে। শনিবার ধূপগুড়ি নির্বাচনী সভায় গিয়ে এই আশ্বাস দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee।

Dhupguri By Poll: ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের তুরুপের তাস নির্মল, ‘সাগরদিঘি মডেল’-কে টেক্কা দিতে মাস্টারস্ট্রোক?
কী বললেন অভিষেক?

এদিন মিটিংয়ের শুরু থেকে ওই এলাকার মানুষের চাহিদা সম্বন্ধে জানতে চান অভিষেক। সভায় আগত তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে অনেকেই ধূপগুড়ি এলাকাকে আলাদা মহকুমা করার দাবি তোলেন। এই দাবিতে মান্যতা দেন অভিষেক। তিনি বলেন, আজকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে আমি কথা দিয়ে গেলাম।

Dhupguri By Poll : ধূপগুড়িতে BJP-র মাস্টারস্ট্রোক? শহিদ জওয়ানের স্ত্রীকে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা
ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচন

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপ নির্বাচন সংগঠিত হবে। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর উপ নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়। গত ২৫ জুলাই ধূপগুড়ির BJP বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল মৃত্যু হয়। এরপর অগাস্ট মাসে ঘোষণা হয় যে ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হবে। আগামী ৮ সেপ্টেম্বর ওই ভোটের গণনা হবে বলে জানা গিয়েছে । ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ছিল ১৭ অগাস্ট। ধূপগুড়ি বিধানসভার উপ নির্বাচনের জন্য ইতিমধ্যে ৩০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে।

Dhupguri By Election : ধূপগুড়ির উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বামেদের
ধূপগুড়ি কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই়

এই কেন্দ্রে তৃণমূলের আগের বারের প্রার্থী মিতালি রায়কে সরিয়ে দেওয়া হয়। ধূপগুড়ি কেন্দ্রে (Dhupguri By Election) প্রার্থী করা হল পেশায় অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে। ২০১১ সাল থেকে এই কেন্দ্রে পরপর দুবার জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২১ সালে এই আসন ছিনিয়ে নেয় BJP। এই কেন্দ্রের বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে হারতে হয় তৃণমূলের প্রার্থী মিতালি রায়কে। তবে উপ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নতুন কাউকে প্রার্থী করা হবে এমন গুঞ্জন ছিল। জেলা তৃণমূলের অন্দরে উঠে আসে একাধিক নাম। সেই মতো গতবারের পরাজিত মিতালিকে প্রার্থী পদ না দিয়ে নতুন মুখ আনা হল কঠিন লড়াইয়ের সামনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *