Abhishek Banerjee TMC : ‘২ মাসের মধ্যে শুরু…’, অভিষেকর ঘোষণায় ‘ভয়’ TMC-র প্রধান-উপপ্রধানদের – abhishek banerjee says tmc panchayat pradhan and upapradhan are under party scanner


আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার ধূপগুড়ির ফণীর মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে ধূপগুড়ির উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একদিকে যেমন ধূপগুড়িতে হাসপাতাল তৈরির ‘কথা’ দিয়েছেন, অন্যদিকে ৩১শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে পৃথক মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেতা। একই সঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েতে নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Abhishek Banerjee : ‘INDIA জিতলে রান্নার গ্যাসের দাম…’ ধূপগুড়িতে ‘বড়’ প্রতিশ্রুতি অভিষেকের
তৃণমূলের নব নির্বাচিত প্রধান-উপপ্রধানদের হুঁশিয়ারি

এদিনের সভা থেকে অভিষেক জানিয়েছেন, পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী ও প্রধান-উপপ্রধানরা যদি মানুষের কাজ না করেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে। অভিষেক বলেন, ‘নবজোয়ারের সময় আমি বলে গিয়েছিলাম। যাঁরা প্রধান-উপপ্রধান হয়েছেন, ভাববেন না যে আগামী পাঁচ বছর যা ইচ্ছা তাই করবেন। আমি প্রতি তিনমাস অন্তর পর্যালোচনা করব, খবর নেব। যদি কেউ ভালো কাজ করে তাঁর পদের মেয়াদ বাড়বে। আর যদি কেউ খারাপ কাজ করে বা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে।’

Abhishek Banerjee News : ‘৩১ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে…’, ধূপগুড়ি জিততে ‘মহকুমা’ প্রতিশ্রুতি অভিষেকের
নয়া পদ্ধতিতে কাজের বিশ্লেষণ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের কাজ পর্যালোচনার জন্য এদিনের সভা থেকে বিশেষ পদ্ধতি চালুর ইঙ্গিত দিয়েছেন অভিষেক। গোটা রাজ্যেই পদ্ধতি মেনে চলা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলেন, ‘আগে বলে গিয়েছিলাম, আজ আবার এই কথা বললাম। আগামী দু’মাসের মধ্যে ধূপগুড়ির মাটি থেকে শুরু হবে পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের কাজের পর্যালোচনা। ধূপগুড়ির যে কটা অঞ্চল আছে সেখানকার প্রধান-উপপ্রধানদের তিনমাসের কাজের বিশ্লেষণ হবে। কেউ মানুষকে পরিষেবা দিলে পদে থাকবে। পরিষেবা না দিলে টাটা বাই বাই, খেলা শেষ। যতবড় নেতার ছত্রছায়ায় থাকুন না কেন কেউ বাঁচাতে পারবে না। মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে তাঁরার পদে থাকবে।’

‘প্রাক্তন ছাত্রনেতা হিসেবে বুঝতে পারি…’, TMCP-র প্রতিষ্ঠা দিবসে ‘নস্ট্যালজিক’ মমতা
বিজেপিকে তীব্র আক্রমণ

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ধূপগুড়ির নির্বাচনে জিততে টাকা পয়সা বিলির অভিযোগ করেছেন অভিষেক। তৃণমূল নেতা বলেন, ‘আমি শুনলাম বিজেপির নেতারা টাকা পয়সা বিলি করছে। মানুষকে হাতজোড় করে অনুরোধ করব, টাকা দিলে নিয়ে নিন। ওটা আপাদেরই টাকা। বড় ফুলের থেকে টাকা নিন আর জোড়াফুলে ভোট দিন। মানুষের সমর্থন টাকা দিয়ে কিনবে বলে ভাবছে বিজেপি। ধূপগুড়িকে মহকুমার দাবি বিজেপি লোকসভা বা বিধানসভায় তোলেনি। এমনকী সোশ্যাল মিডিয়াতেও একটাও পোস্ট করেনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *