Calcutta High Court : ‘কিছু দেখা যায়নি…’, ভিডিয়ো দেখে CPIM প্রার্থীর আবেদন খারিজ বিচারপতি সিনহার – justice amrita sinha calcutta high court dismissed cpim candidate plea on panchayat repoll


পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভুরি ভুরি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। একের পর এক মামলার শুনানিতে উল্লেখযোগ্য রায় দেয় কলকাতা হাইকোর্টে। শনিবারও হাওড়া জগাছা এলাকার ব্যালট লুঠের একটি মামলার শুনানি ছিল আদালতে। সিপিএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের আবেদনের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এদিন এই মামলার শুনানি হয়। ব্যালট লুঠের ভিডিয়ো দেখার জন্য শনিবার ছুটির দিনেও কোর্ট বসিয়েছিলেন বিচারপতি সিনহা।

শুনানি চলাকালীন ভিডিয়ো দেখার পর বালির জগাছার সিপিএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ওই কেন্দ্রে পুনর্নির্বাচন চেয়ে আবেদন করেছিলেন ওই সিপিএম প্রার্থী। পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে বিচারপতি সিনহার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করতে পারবে।

Abhishek Banerjee News : ‘CEO অভিষেকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়?’, ED-কে প্রশ্ন বিচারপতি সিনহার
পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন হাওড়ার বালির জগাছায় ব্যালট নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। শুনানির সময় এদিন আদালতে ভিডিয়ো চালিয়ে দেখেন বিচারপতি অমৃতা সিনহা। প্রায় ১৮টি ভিডিয়ো খতিয়ে দেখেও কিছু পাওয়া যায়নি বলে জানায় আদালত। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ‘কিছুই দেখা যাচ্ছে না। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা অবধি সব ফুটেজ দেখা হয়েছে।’

বিচারপতি সিনহা আরও বলেন, ‘ভিডিয়ো ফুটেজে সকাল ১১টা২০-র পর কিছু লোকজনকে গণনা কেন্দ্রে দেখা গিয়েছে। লুকিয়ে কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু তার বেশি কিছু নয়। ব্যলট নিয়ে চলে গেছে এটা এখানে দেখা যাচ্ছে না। ফলে কতটা বিশ্বাসযোগ্য, তাই নিয়ে প্রশ্ন উঠছে। ফলে পুনর্নির্বাচনের মতো অবস্থা আপাতত নেই বলে মনে করছে আদালত।’

Justice Abhijit Ganguly: নিয়োগ মামলায় নয়া মোড়, এবার চাকরিপ্রার্থীর ইন্টারভিউয়ের ভিডিয়ো দেখতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
হাওড়ার বালি জগাছায় একটি বুথের বাইরে থেকে একগুচ্ছ ব্যালট পেপার উদ্ধার হয়। পূর্ববর্তী শুনানিতে ওই ব্যালট পেপারের গণনা হয়েছিল কিনা জানতে চেয়েছিল আদালত। একসঙ্গে গণনাকেন্দ্রের সব সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলিও সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে সিসিটিভির ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিডিওর উদ্দেশে বিচাররতি সিনহা প্রশ্ন করেন, ‘বৈধ ব্যালট বাইরে থেকে উদ্ধার হওয়ার পরও কী ভাবে একজনকে জয়ী ঘোষণা করলেন? এতে তো গণনার ফল বদলে যেতে পারে।’

Recruitment Scam : ঘুমিয়ে পড়লেন! পুর নিয়োগে ইডি-সিবিআই তদন্তে ক্ষুব্ধ কোর্ট
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া ও গণনা নিয়ে একের পর এক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ভোট প্রক্রিয়া ও গণনায় বেনিয়মের জন্য একাধিক ব্লকের বিডিওকে বিচারপচতি সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। একাধিক প্রশ্নে তুলেছে কলকাতা হাইকোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *