Chandrayaan 3 Update : গাছের পাতায় ল্যান্ডার বিক্রম! এই চন্দ্রযান-৩-এর ছবি দেখলে চমকে যাবেন, দেখে নিন… – uttar 24 pargana teacher crafted chandrayaan 3 on tree leaves


১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযা-৩। ২৩ অগস্ট দেশবাসীকে গর্বিত করে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান সফলভাবে চাঁদের মাটিতে নামলেও ল্যান্ডার বিক্রম কিন্তু নেমেছে গাছের পাতার উপর। হ্যাঁ অবাক লাগলেও, এমনটাই ঘটেছে। ভারতের চন্দ্র মিশন সফল হওয়ার খুশিতে এবার গাছের পাতার উপর চাঁদের মাটিতে পা রাখা ল্যান্ডার বিক্রমের ছবি ফুটিয়ে তুললেন এক শিল্পী। ইতিমধ্যেই শিল্পীর এই সৃষ্টির ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমেও। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা টুনি ঘাটা এলাকার শিক্ষক শংকর বাগচী পাতার উপর চন্দ্রযানের ছবি ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *