Raja Peary Mohan College : পরীক্ষার সময় অসুস্থতা, হলেই মৃত্যু ছাত্রের! হুগলির কলেজে শোরগোল – hooghly college student died while giving calcutta university examination


কলেজে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায়। রিষড়া বিধান চন্দ্র কলেজের পড়ুয়া মৃত ছাত্রের নাম রাহুল ঠাকুর। ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন রাহুল। শনিবার উত্তরপাড়া প্যারীমোহন কলেজে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়েছিলেন রাহুল। হঠাৎ করে পরীক্ষাকেন্দ্রে ঢুকে তিনি অসুস্থ বোধ করেন। উত্তরপাড়া প্যারীমোহন কলেজের অধ্যক্ষের গাড়ি করে তাঁকে প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে ছাত্রকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরাও একই কথা বলেন। এরপরই ছাত্রের কলেজে খবর পাঠানো হয়।

Gurudas College News : পড়ুয়াকে নিগ্রহ TMCP নেতার! কলকাতার নামী কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ
উত্তরপাড়া প্যারীমোহন কলেজে ও মৃত ছাত্রের সহপাঠীদের সূত্রে জানা গিয়েছে, আর পাঁচজনের মতো পরীক্ষার হলে ঢুকেছিলেন রাহুল। প্রশ্নপত্র পাওয়ার পর লেখাও শুরু করেন। পরীক্ষা চলাকালীন হঠাৎই সে অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে পরীক্ষার কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর রক্তচাপ মাপা হয়, ওআরএসের জল খাওয়ানো হয়।

কলেজ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার কেন্দ্রে বসে ওই ছাত্র জানান, যে তাঁর হৃদপিন্ডের সমস্যা রয়েছে। আগে একবার তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। তখনই তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সেখানে নিয়েও যাওয়াক পর চিকিৎসক তাঁর ইসিজি করেন। তারপর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিন উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসা আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Ananda Mohan College: আনন্দ মোহন কলেজে ধুন্ধুমার! বহিরাগতদের হাতে প্রহৃত TMCP নেতা, অভিযোগ ঘিরে শোরগোল
উত্তরপাড়া প্যারীমোহন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘রিষড়া বিধান কলেজের ছাত্র আমাদের কলেজে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রটি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ছাত্রটিকে পরীক্ষার কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে প্রেসার মাপা ও ওআরএস দেওয়া হয়। তখন ছাত্রটি জানান ওঁর হার্টের সমস্যা রয়েছে। বাইপাস হয়েছিল একবার ।সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই। স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ইসিজি করালে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।’

D EL.ED.Exam : ডিএলএডে ছাত্রীদের প্রশ্নফাঁস রুখতে তাঁবু খাঁটিয়ে পরীক্ষার ব্যবস্থা পর্ষদের
অন্যদিকে বিধান চন্দ্র কলেজের প্রিন্সিপাল রমেশ কুমার বলেন, ‘উত্তরপাড়া কলেজের এক অধ্যাপক আমাকে ফোন করে জানান আমাদের কলেজের এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। তারপর জানতে পারলাম ছাত্রটির মৃত্যু হয়েছে। ছাত্রটি রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়তেন। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল আজ। মৃত্যুটি খুব দুর্ভাগ্যজনক। কী ভাবে অসুস্থ হয়েছে তা উত্তরপাড়া কলেজ বলতে পারবে। ছাত্রটির পরিবারের পাশে আমরা আছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *