সল্টলেক সিটি সেন্টারের বহুতল থেকে পড়ে মৃত্যু ব্যক্তির, কারণ নিয়ে বাড়ছে রহস্য


Salt Lake City Center রয়্যাল থেকে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চন্দন মণ্ডল। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পরিবারের দাবি, ওই ব্যক্তি কোনওভাবেই নিজে থেকে ঝাঁপ দিতে পারেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Kolkata Metro News Today : নতুন রূপে আসছে কলকাতা মেট্রো! থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট, দেখুন ছবি
পুলিশ সূত্রে কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, চন্দন মণ্ডল ইন্ডিয়া ইভেন্ট কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি। রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারের রয়াল বিল্ডিং এর চতুর্থ তল থেকে পড়ে যায়। বিধান নগর মহকুমা হাসপাতালে নেওয়া আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Kolkata Metro : মেট্রোর কাজের জেরে ৬০ দিন বন্ধ থাকবে বাইপাসের একাংশ, যানজটে ব্যাপক ভোগান্তির আশঙ্কা

পরিবার কী বলছে?

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের স্ত্রী, মা ও অন্যান্য আত্মীয়রা। স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন চন্দন। মূলত কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানসিক চাপ দিচ্ছিল বলেই দাবি করেন স্ত্রী। রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারে ইভেন ম্যানেজমেন্ট এর কাজে যান চন্দন মণ্ডল। তার স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল জানান, এদিন দুপুরে তার মোবাইলে একটি মেসেজ পান তার স্বামীর নাম্বার থেকে। সেই মেসেজে লেখা ছিল তার স্বামী আর চাপ সহ্য করতে পারছেন না। তবে চন্দন মন্ডল আত্মহত্যা করেছেন বলে মানতে রাজি নন তার মা ও স্ত্রী দুজনের কেউই।

JU Student Death Case : শেষ হাঁটা! যাদবপুরে পড়ুয়া মৃত্যুর খলনায়ক এই খোলা বারান্দা?

তদন্ত শুরু হয়েছে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই ব্যাক্তি বহুতল থেকে পড়ে গেলেন তার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে আর কী জানা যাচ্ছে?

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জনবহুল এলাকার মাঝে এক ব্যক্তি কী ভাবে পড়ে গেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবার সূত্রে খবর, আজ সকালে তিনি ইভেন্টে এর কাজে যাবেন বলেও জানিয়েছিলেন স্ত্রীকে। কাজের চাপ ছিল বলে স্ত্রীর কাছে দুঃশ্চিন্তার কথা বলেছিলেন চন্দন। তবে নিজের স্বামীকে কাজ নিয়ে দুঃশ্চিন্তা না করার কথাও জানিয়েছিলেন তাঁর স্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *