Abhishek Banerjee : বাম-কংগ্রেস নয়, অভিষেক-তিরে বিজেপি – trinamool all india general secretary abhishek banerjee attack left congress in dhupguri


এই সময়, কলকাতা ও ধূপগুড়ি: ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভিন্ন চিত্র। শুক্রবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠক চলাকালীন ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে বিজেপির পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করেছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী ও সিপিএমের মহম্মদ সেলিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন বাংলার বাম-কংগ্রেস নেতৃত্ব। তার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার সেই ধূপগুড়িতেই বাম-কংগ্রেসকে পালটা আক্রমণের পথে না গিয়ে সংযমের রাস্তায় হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দেশজুড়ে বিজেপিকে রুখতে বিরোধী নেতৃত্বের সঙ্গে শুক্রবার ‘ইন্ডিয়া’র বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সদস্য হয়েছেন অভিষেক। ‘ইন্ডিয়া’-র ঐক্যের এই স্পিরিট ধরে রেখেই শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে কেবল বিজেপিকে তোপ দাগলেন অভিষেক।

Adhir Chowdhury Mohammed Salim : মুম্বইয়ে বৈঠকের দিনেও বাংলায় তৃণমূলকে নিশানা অধীর-সেলিমের, বিজেপির দালালি! পালটা কুণালের
ধূপগুড়ির ফণীর মাঠের সভায় প্রায় ৪২ মিনিটের ভাষণে কংগ্রেস-সিপিএমের প্রসঙ্গেই যাননি তিনি। সে জায়গায় ২০২৪-এ বিজেপিকে হারিয়ে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে কী ধরনের জনমুখী সিদ্ধান্ত নেবে, তার আভাস দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দিন কয়েক আগেই রান্নার গ্যাসের দাম কমিয়েছে মোদী সরকার। সে প্রসঙ্গ টেনে অভিষেক শনিবার বলেন, ‘বিজেপি বাংলায় বিধানসভায় হারার সঙ্গে সঙ্গে ডিজেল-পেট্রলের দাম ৫ টাকা কমিয়েছিল। এখন রান্নার গ্যাসের দাম দু’শো টাকা কমিয়েছে। কিন্তু এ বার জিতলে গ্যাসের দাম তিন হাজার টাকা হবে। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ জিতলে গ্যাসের দাম পাঁচশো টাকায় নামবে। এটাই আমাদের প্রতিশ্রুতি।’

এলপিজি-র দাম কমাকে মোদীর ‘রাখির উপহার’ বলে প্রচার করেছে বিজেপি। অভিষেকের প্রশ্ন, ‘রাখিবন্ধন কি পাঁচ বছরে একবার আসে? ভারতের মানুষ এখন বিজেপির থেকে মুখ ফেরানো শুরু করেছে। তাই সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কমেছে। পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেও বিজেপি হারবে। আগামী দিনে (লোকসভায়) কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় এরা যাতে দাঁত ফোটাতে না পারে, তা উপনর্বাচনের জয় থেকেই নিশ্চিত করতে হবে। ধূপগুড়িকে পথ দেখাতে হবে।’

Rahul Gandhi Abhishek Banerjee : রাহুল-অভিষেক মিটিংয়ে কী অ্যাজেন্ডা? বিরোধীদের আক্রমণের পালটা তৃণমূলের
২০২১-এর বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিজেপি জিতেছিল। এ বার সেই আসন ছিনিয়ে নিয়ে লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরকে জোরালো ধাক্কা দিতে চাইছেন অভিষেক। যে জেলাগুলিতে বিজেপিকে ‘দাঁত ফোটাতে’ না দেওয়ার কথা তিনি এ দিন বলেছেন, সেগুলির অন্তর্গত লোকসভায় ২০১৯-এ বিজেপি জিতেছিল। অধীর-সেলিম ধূপগুড়িতে বিজেপি-তৃণমূল দু’পক্ষকে হারানোর কথা বলেছেন।

সেখানে অভিষেক ‘ইন্ডিয়া’-র স্পিরিটেই বিজেপিকে হারানোকে পাখির চোখ করেছেন বলে তৃণমূল নেতৃত্বের পর্যবেক্ষণ। জোড়াফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘অভিষেক ‘ইন্ডিয়া’র কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে জোটধর্ম মানছেন। তিনি জানেন, ওখানে বাম-কংগ্রেস গুরুত্বহীন। তাই বিজেপিকে মূল আক্রমণ করেছেন।’

Abhishek Banerjee TMC : ‘২ মাসের মধ্যে শুরু…’, অভিষেকর ঘোষণায় ‘ভয়’ TMC-র প্রধান-উপপ্রধানদের
যদিও ধূপগুড়িতেই এ দিনও বামেদের সভায় সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূল আমাদের গা ঘেঁষাঘেষি করার তালে রয়েছে। আমরা সতর্ক আছি যাতে সে সুযোগ তারা না পায়। তৃণমূল আমাদের নাম যত কম নেয়, তত ভালো। পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করছে।’ পালটা কুণাল বলেন, ‘সিপিএম এবং কংগ্রেস এ রাজ্যে বিজেপির দালাল। ২০২১-এ এরা ভোট কেটে বিজেপির হাত শক্ত করতে চেয়েছিল, কিন্তু শূন্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। ‘ইন্ডিয়া’ গঠনে তিনিই অগ্রণী ভূমিকা নিয়েছেন।’

আবার, অভিষেক বাম-কংগ্রেসের নাম না-করায় বিজেপি পাল্টা কৌশল নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বলেন, ‘পাটনা, বেঙ্গালুরু, মুম্বই বৈঠকের পর সিপিএমের অস্তিত্ব বিপন্ন হয়েছে। ধূপগুড়িতে এক রাজবংশী শিক্ষককে ভোটে দাঁড় করিয়ে সিপিএম নেতারা মমতার সঙ্গে হাত মেলাচ্ছেন। ধূপগুড়ির সিপিএম ভোটারদের বলছি, চোরদের হারাতে চাইলে নো-ভোট টু মমতা করুন।’

Abhishek Banerjee : ‘INDIA জিতলে রান্নার গ্যাসের দাম…’ ধূপগুড়িতে ‘বড়’ প্রতিশ্রুতি অভিষেকের
অভিষেক অবশ্য ফের অভিযোগ করেছেন যে বিজেপি ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ রেখে এখন নির্বাচনের সময়ে টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। তাঁর কথায়, ‘কিছু জায়গায় বিজেপি টাকা বিলি করছে। টাকা দিতে চাইলে নিয়ে নেবেন। কারণ আপনাদের টাকা এরাই মেরে দিয়েছে। আপনারা বড় ফুল থেকে টানা নিন, কিন্তু জোড়াফুলে ভোট দিন। এরা পাঁচ বছর ধরে বেইমানি করেছে। অচ্ছে দিন আসেনি, নারায়ণী সেনা হয়নি, ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা আসেনি। তার বদলে ১০০ দিনের টাকা, আবাস, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *