পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অভিনীত কুমার (২৫)। বাড়ি ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলায়। বর্ধমান মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র অভিনীত কুমার গত রাতে বাইরে ছিলেন বলে জানা গিয়েছে। হস্টেলেরই কয়েকজন বন্ধুর সঙ্গে নবাবহাট মোড় এলাকায় একটি ধাবায় খেতে যায়। খাওয়ার পর রাত্রি ১১ টা নাগাদ বাইকে করে হস্টেলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, রাস্তার ধারে দাড়িয়ে থাকার সময় একটি মালবাহী ছোট গাড়ি পিছন থেকে এসে অভিনীতের বাইকে সজোরে ধাক্কা মারে। ছিটকে যায় বাইক। রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন অভিনীত। তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া অভিনীতকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই কলেজে ও অভিনীত কুমার পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের পর রবিবার তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলের মৃত্যু নিয়ে সরাসরি তাঁর পরিবার কিছু না বললেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে তারা বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিনীতের মৃত্যুতে আবারও উঠছে হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। রাত্রি ১১ টা পর্যন্ত হস্টেলের পড়ুয়ারা কীভাবে বাইরে উঠছে এই নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসেছেন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানিয়েছেন, ‘প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের রাত ৮ টার মধ্যে হস্টেলে ঢোকার নিয়ম এবং ফাইনাল ইয়ারের পড়ুয়াদের রাত ৯ টার মধ্যে হস্টেলে ঢুকতে বলা হয়। যদিও এর বাইরে রাতে অনেকেরই হাসপাতালে ডিউটি থাকে। ফলে তাদের হাসপাতালে যেতে হয়।। এখন এই সুযোগে অনেকেই হস্টেল থেকে বাইরে বেরোয়। তবে নিরাপত্তার বিষয়টি নিতে কথা বলতে হস্টেল কমিটিকে ডাকা হয়েছে। ডিউটি ছাড়া যাতে কেউ হস্টেলের বাইরে না যায় তা সুনিশ্চিত করা হবে। পাশাপাশি, নিয়ম অনুযায়ী সকলে হস্টেলে ঢুকছে কিনা এবার থেকে তাও দেখা হবে।’