Calcutta High Court : আনপ্রোফেশনাল! ইডি এবার আদালতের তোপেও – calcutta high court orders ed and police in abhishek banerjee case


এই সময়: শনিবারের শুনানিতেও অভিষেকের মামলার নিষ্পত্তি হল না। সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটার থেকে ১৬টি বিতর্কিত ফাইল আদালতে জমা দিতে হবে ইডি ও কলকাতা পুলিশকে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে শুনানিতে দু’পক্ষের চাপানউতোর শুনে বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় দু’পক্ষই সেয়ানে সেয়ানে। এমনকী, এই মামলায় একজন বিচারপতির ঘর থেকে মামলা স্থানান্তরিত হয়েছে।

কিন্তু চাকরিপ্রার্থীরা কলকাতার রাস্তায় বসে আছেন। এটাই বাস্তবচিত্র। ব্যক্তিগত কাজে ইডি অফিসারের লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটার ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক এবং আনপ্রোফেশনাল বলে বিরক্তি প্রকাশ করে আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র ইসিআইআর খারিজের আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Recruitment Scam : ঘুমিয়ে পড়লেন! পুর নিয়োগে ইডি-সিবিআই তদন্তে ক্ষুব্ধ কোর্ট
আগামী ৫ সেপ্টেম্বর রায়দানের কথা আগেই জানিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার মধ্যে নতুন দায়ের করা এই মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ইডি-র এক আধিকারিকের ডাউনলোড করা ১৬টি ফাইলের তথ্য দেখে তবেই রায়দান করা হবে বলে এদিন জানান বিচারপতি। ইডির তরফে জয়েন্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্র এবং কলকাতা পুলিশের পক্ষে অমিতাভ সিনহা রায় সিএফএসএল-এর কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য সংগ্রহ করবেন, নির্দেশ বিচারপতির।

অভিষেকের আইনজীবী বক্তব্য, তাঁর মক্কেল দু’বছর লিপস এন্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন এবং তারপর সিইও। এটা খুব ছোট অফিস, মাত্র ২০০০ বর্গফুট এলাকা এবং ৩টি কম্পিউটার আছে। তল্লাশির পরে একটি কম্পিউটার থেকে ১৬টি ফাইল পাওয়া যায়, যেগুলি ইডির কোনও অফিসার বেআইনি ভাবে সেখানে ডাউনলোড করেন। পঞ্চনামা তৈরির পরেও ইডির একজন আধিকারিক ভোর ৬টা পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ছিলেন কেন, প্রশ্ন অভিষেকের আইনজীবীর।

Abhishek Banerjee News : ফের আদালতের দ্বারস্থ অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
তাঁর আরও সওয়াল, তদন্তের খতিয়ান সর্বসমক্ষে পেশ করা দেশের আইন নয়। কিন্তু ইডি সেটাই করেছে। তল্লাশি যখন শেষ পর্যায়ে, তখন ইডির একজন আধিকারিক নিজের ব্যক্তিগত কাজ করেন কীভাবে? ইডিকে বিচারপতি প্রশ্ন করেন, ‘বড় আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে, নগদ টাকা, গয়না উদ্ধার হচ্ছে, চার্জশিট কেন পেশ করতে পারছেন না? আপনারা কীসের জন্য অপেক্ষা করছেন? একজন অভিযুক্ত তার সর্বোচ্চ সাজার অর্ধেক জেলে কাটিয়ে দেওয়ার পরে বিধি মোতাবেক জামিন পেয়ে বেরিয়ে আসার?’

Abhishek Banerjee News : ‘CEO অভিষেকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়?’, ED-কে প্রশ্ন বিচারপতি সিনহার
বিচারপতির আরও প্রশ্ন, ইডির ওই আধিকারিক কি ডেপুটেশনে এসেছিলেন? ইডি জানায়, তিনি ইডির ক্যাডারের অফিসার। ডেপুটেশনে আসেননি। বিচারপতির বক্তব্য, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইডির বক্তব্য, ওই আধিকারিক ভুল করেছেন, লক্ষ্মণরেখা পার করেছেন, কিন্তু অসৎ উদ্দেশ্য ছিল না। তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *