Howrah News Today : ‘মদ খাব, টাকা দাও’, না দিতেই মায়ের গলায় ছুরির কোপ, হাওড়ায় গ্রেফতার গুণধর ছেলে – son arrested by howrah police for trying to hit his mother at liluah


মাকেই খুনের চেষ্টা ছেলের। নক্কারজনক ঘটনা হাওড়া জেলার লিলুয়ায়। অভিযোগ পেয়ে ছেলেকে গ্রেফতার করছে পুলিশ। নিজের মদ্যপানের জন্য টাকা চেয়েছিল ছেলে। সেটা না দেওয়াতেই মাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে।

Durga Puja 2023 : কলকাতার পুজোকে টেক্কা দেবে হাওড়া? বিশেষ উদ্যোগ জেলার পুজো কমিটিগুলির
ঠিক কী ঘটনা ঘটেছে?

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত বি রোড ধোপা গলিতে। এই ঘটনায় পুলিশ ছেলেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, মায়ের থেকে টাকা চেয়ে বড় ছেলে অভিজিৎ সিং ওরফে বান্টা প্রতিদিন গণ্ডগোল করতো। আজকেও সে মদ খাওয়ার জন্য মায়ের থেকে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করলে সে সন্ধ্যেবেলায় বাইরে থেকে মদ্যপ অবস্থায় এসে মা কবিতা সিংকে ছুরি দিয়ে আক্রমণ করে। সে মাকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।

Howrah News : জেলবন্দি আসামীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার, হাওড়ায় পথ অবরোধ স্থানীয়দের
এরপর কী হয়?

ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মা কবিতা সিং। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তাকে উদ্ধার করে টোটো চাপিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। পুলিশ হাতেনাতে গ্রেটার করে বড় ছেলে অভিজিৎ সিংকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা শুরু করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি। ধৃতকে আগামীকাল হাওড়া আদালতে তোলা হবে।

ট্রেন বিভ্রাট! এবার হাওড়া লাইন! চলবে বিকেল পর্যন্ত!

নক্কারজনক ঘটনা ঘটেছে আগেও

জুন মাসেই এরকম একটি ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলায়। সম্পত্তি নিয়ে বিবাদের জের এরকম ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায়। ছেলের আঘাতে মৃত্যু হয় মায়ের। মৃত মহিলার নাম জানা যায় মায়া চট্টোপাধ্যায়ের(৬৫)। অভিযোগ পেয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজের স্ত্রীর সঙ্গে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল ছেলে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনায় কড়া শাস্তির দাবি করেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *