Kolkata Metro : মেট্রোর কাজের জেরে ৬০ দিন বন্ধ থাকবে বাইপাসের একাংশ, যানজটে ব্যাপক ভোগান্তির আশঙ্কা – em bypass will be partly blocked for new garia to airport metro project work for 60 days


কবি সুভাষ-বিমানবন্দর মেট্রোর কাজ এগোচ্ছে জোর কদমে। এরই মাঝে এল বড় খবর। মেট্রোর কাজের জন্য ৬০ দিন বন্ধ থাকবে ই এম বাইপাসের একটা অংশ। আর এর জেরে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। যদিও আগামীদিনে যাতায়াতে সুবিধার স্বার্থে মানুষকে এই অসুবিধা মানিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মিলেছে রাস্তা বন্ধ রাখার অনুমতি
এই বিষয়ে মেট্রোর তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ১৬৬ ও ১৬৭ নম্বর পিয়ারের মধ্যে ৭৬ মিটার দীর্ঘ স্টিলের গার্ডার তৈরির জন্য ই এম বাইপাসের পশ্চিম দিকের রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার অনুমতি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। গতকালই এই সংক্রান্ত অনুমতিপত্র পৌঁছে গিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের দফতরে।

Kolkata Metro News : মেট্রোতে আসছে বিরাট পরিবর্তন, বদলে যাচ্ছে কোচ! কবে চালু?
বন্ধ থাকবে কোন জায়গা?
ওই অনুমতিপত্রে ১৬৩ নম্বর পিয়ারের কাছে লস্করহাট কালভার্টের দক্ষিণ প্রান্ত থেকে ই এম বাইসের পশ্চিম দিকের রাস্তা বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলে উত্তর ও দক্ষিণমুখী যানবাহনগুলিকে ডাইভারশান করা হবে। এই কাজ চলাকালীন রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার পর্যন্ত রাস্তায় আলোর পরিমান বাড়াতে চলেছে রেল বিকাশ নিগম লিমিটেড। এছাড়াও থাকবে গার্ডরেল, মোতায়েন থাকবেন ট্রাফিক মার্শালরা। ৬০ দিন ধরে চলবে এই কাজ।

Kolkata Metro News : জমিজটে থমকে বরানগর-ব্যারাকপুর করিডোরের মেট্রো প্রকল্প, প্রস্তাবিত স্টেশনগুলি জানেন?
শহরবাসীকে আবেদন মেট্রো কর্তৃপক্ষর
এদিকে শহর কলকাতার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল এই ই এম বাইপাস। সেক্ষেত্রে রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার পর্যন্ত এলাকায় ২ মাস একটি রাস্তা বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। তারমধ্যে দিনের ব্যস্ত সময়ে, অফিস টাইমে সেই যানজট ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। যদিও আগামীদিনে যাতায়াত আরও সুবিধাজনক করে তুলতে মানুষকে এই ২ মাসের কষ্ট মানিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে মেট্রো কর্তৃতপক্ষ।

Kolkata Metro News : সিঙ্গাপুর-বার্লিন-মিউনিখের সঙ্গে একই সারিতে কলকাতা মেট্রো! আসছে যুগান্তকারী পরিবর্তন
প্রসঙ্গত, কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত করিডোরের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সেই কাজ পরিদর্শন করেছেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কাজের অগ্রগতিতে সন্তোষপ্রকাশও করেছেন তিনি। পাশাপাশি এই কাজ কবে নাগাদ শেষ হতে পারে, তারও একটা সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। আর সেই কাজেরই অংশ হিসেবে বাইপাসের এই অংশে এবার হতে চলেছে ট্রাফিক ডাইভারশান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *