Bishnupur Tourist Spot : বিষ্ণুপুর পুরসভার দেড়শো বছর পূর্তি! শহরকে সাজাতে অভিনব উদ্যোগ, সুবিধা পাবেন পর্যটকরাও – bishnupur municipality giving new name of the bishnupur tourist spot connected roads


Bishnupur Municipality-র দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে বিষ্ণুপুর শহরের সব লিংক রোডে নামকরণ করার উদ্যোগ নিচ্ছে বিষ্ণুপুর পুরসভা খুশি শহরের সাধারণ মানুষ। Bishnupur Tourist Spot চিহ্নিতকরণের ক্ষেত্রেও এই উদ্যোগ যথেষ্ট কার্যকরী হবে বলে মনে করছে পুরসভা।

Bishnupur Bankura : জঞ্জালের স্তূপে ডুবে মন্দিরের শহর! TMC পরিচালিত পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ‘অস্থির’ স্থানীয়রা
কী উদ্যোগ নেওয়া হচ্ছে?

মন্দিরনগরী বিষ্ণুপুর পুরসভায় বসবাসকারী নাগরিকদের বাড়ির ঠিকানা খোঁজা সহজ করতে বিষ্ণুপুর শহরের প্রতিটি লিংক রোডের নামকরণ করা হচ্ছে। বিষ্ণুপুর পুরসভার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন শহরের সকল সাধারণ মানুষ। শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতেও এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সকলে।

Bishnupur Baluchari Saree : বালুচরি থিমে সাজবে এলাকা, তাঁতিদের জন্য অভিনব উদ্যোগ বিষ্ণুপুরে
পুরসভা কী বলছে?

পুরসভা সূত্রে খবর, বিষ্ণুপুর পুরসভার প্রতিষ্ঠার দেড়শ বছর পরে এই প্রথম শহরের ১৯টি ওয়ার্ডের মূল রাস্তা থেকে পাড়ার ভেতরে যাওয়ার প্রতিটি রাস্তার নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে । প্রধান রাস্তা থেকে লিঙ্ক রোডের মুখে একটি করে নামকরণ সংক্রান্ত বোর্ড বসানো হবে। তা দেখে বাইরের যেকোন মানুষ সহজেই তার পরিচিতের বাড়ি খুঁজে পাবেন। পাশাপাশি রিক্সা চালক থেকে শুরু করে ডাকযোগে চিঠি আসার ক্ষেত্রেও সুবিধা হবে ।

Bankura BJP Panchayat : তৃণমূলেকে কুপকাত করতে চাল! জয়ী নির্দলকে দলে নিয়ে শাসকের ঘাড়ে নিঃশ্বাস BJP-র
কী উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে?

ইতিমধ্যেই বিষ্ণুপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে শালবাগান এলাকায় লিঙ্ক রোডের মুখে বিভিন্ন লেনে নামকরণ সংক্রান্ত বোর্ড বসানো হয়েছে। ধাপে ধাপে পুরসভার ১৯ টি ওয়ার্ডেই এই কাজ চলবে। পাশাপাশি আগামী দিনে বিষ্ণুপুরের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির নামেও রাস্তার নামকরণ করা হবে বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Bishnupur Music Festival 2023 : পোড়ামাটির হাটে আজও ধ্রুপদ গেয়ে চলেছেন যদুভট্ট!

পুর প্রধানের বক্তব্য

বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী জানান, বিষ্ণুপুর শহর অনেক পুরনো শহর। পাশাপাশি বিষ্ণুপুর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সকলের কাছে। দেশ-বিদেশের পর্যটকরা সারা বছরই বিষ্ণুপুরে ভিড় জমিয়ে থাকেন তাই একদিকে পর্যটক অন্যদিকে, এলাকার সাধারণ মানুষ তাদের কথা চিন্তা করে পুরসভার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

স্থানীয় বাসিন্দারা কী জানাচ্ছেন?

জলি মুখোপাধ্যায় নামে এক স্থানীয় বাসিন্দা জানান , পুরসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে সাধারণ মানুষরা আগামী দিনে ভীষণভাবে উপকৃত হবেন। আরেক স্থানীয় বাসিন্দা কৌশিক মণ্ডলের কথায়, বিষ্ণুপুর শহর আগের তুলনায় অনেকটাই সেজে উঠেছে। আমাদের এখানে প্রায় বছরের প্রতিটা সময়েই পর্যটকদের ভিড় থাকে। এরপর এই রাস্তা নামকরণের উদ্যোগ যথেষ্ট ভালো। এখনকার প্রসিদ্ধ মানুষের নাম জানতে পারবেন পর্যটকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *