BJP Bengal: পার্টি অফিসেই BJP নেত্রীকে মারধরের অভিযোগ দলের নেতারই বিরুদ্ধে, অস্বস্তি গেরুয়া শিবিরে – bjp woman leader allegedly beaten up by another bjp leader inside gangarampur party office


গঙ্গারামপুর BJP পার্টি অফিসে ধুন্ধুমার। দলীয় কার্যালয়ে ডেকে বিজেপির টাউন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকাকে মারধর করার অভিযোগ। নির্যাতিতা মহিলা অভিযোগের আঙুল তুলেছেন জেলা সম্পাদকের দিকে। তার দাবি, সেসময় কার্যালয়ে একাধিক ব্যক্তি উপস্থিত থাকলেও কেউ বাধা দেয়নি। রবিবার রাতে গোটা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিজেপি পার্টি অফিসে।
অভিযোগ

রবিবার বিজেপির টাউন মহিলা সাধারণ সম্পাদিকাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বিরুদ্ধে। জানা গিয়েছে, এটি দলীয় কোন গণ্ডগোল নয়। ব্যক্তিগত কোন্দল। টাকা চাওয়াকে কেন্দ্র করে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।
Hooghly News : ‘আমার মাথায় ছিট আছে…বুলডোজার চালিয়ে দেব,’ তৃণমূলকে চরম হুঁশিয়ারি প্রিয়াঙ্কার

রবিবার ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিজেপির টাউন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকার ও বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বাড়ি একই এলাকায়। জানা গিয়েছে, কোনও এক সময় ব্যক্তিগত কারণে কোনও টাকা ধার নেওয়ার বিষয় ঘটেছিল। সেই সূত্রেই কানাই বিশ্বাসের কাছে টাকা চান ওই নেত্রী। আক্রান্তের অভিযোগ, গঙ্গারামপুরের পার্টি অফিসে তাঁকে ডাকেন কানাই মণ্ডল। সেখানে যেতেই নেত্রী ভিতরে ডেকে দরজা বন্ধ করে দেন কানাই মণ্ডল। টাকা চাইতেই ওই নেত্রীর দিকে তেড়ে যান বিজেপির জেলা সম্পাদক। শুধু তাই নয়, তাঁকে বেধড়ক মারধরও করা হয়। এখানেই শেষ নয় মহিলার অভিযোগ, ঘটনার সময় পার্টি অফিসের ভিতর ও বাইরে অনেকে থাকলেও কানাইয়ের হাত থেকে তাঁকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি।
Dakshin 24 Pargana News : সভানেত্রীর ঋণ ‘দুর্নীতি’! মহিলাকে লাইট পোস্টে বেঁধে মারধর, অভিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা

বিজেপির বক্তব্য

অন্যদিকে, এনিয়ে অভিযোগ যার বিরুদ্ধে সেই জেলা সম্পাদক কানাই বিশ্বাসকে ফোনে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা শীর্ষ নেতৃত্বের কানেও উঠেছে এই অভিযোগ। নিজেদের দলের পার্টি অফিসের মধ্যে দলীয় দুই নেতা নেত্রীর মধ্যেকার এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। আক্রান্ত মহিলা ও বিজেপি নেতাকে আপাতত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিরত থাকতে বলা হয়েছে। দল পরবর্তীতে ব্যবস্থা নেবে বলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন।
Dhupguri By Election 2023 : দলবদল ভোটের মুখেই, তরজার কেন্দ্রে ধূপগুড়ি

অন্যদিকে, আক্রান্ত মহিলা বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *