Calcutta High Court : পুলিশের লকআপে যুবকের মৃত্যু, নবগ্রাম থানার IC-IO কে সাসপেন্ড করার নির্দেশ আদালতের – calcutta high court directs to suspend nabagram police station officers for man demise at lock up allegation


Murshidabad Nabagram Police Station-এ এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। থানার লক আপে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে থানার আই সি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ হাইকোর্টের। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

Calcutta High Court : ‘কিছু দেখা যায়নি…’, ভিডিয়ো দেখে CPIM প্রার্থীর আবেদন খারিজ বিচারপতি সিনহার
কী জানাল আদালত?

বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, যথেষ্ট গুরুতর ঘটনা। স্বচ্ছ ভাবে এর তদন্ত হওয়া জরুরি। ঘটনার আগে ও পরের তিনদিনের মুর্শিদাবাদ নবগ্রাম থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। স্থানীয় পুলিশের থেকে সিআইডি তদন্ত হাতে নিলেও তদন্তের অগ্রগতি দেখতে চায় আদালত।

Calcutta High Court : ধর্ষণের শিকার নাবালিকাকে মা-বাবার পরিত্যাগ, গর্ভপাতে অনুমতি হাইকোর্টের
আর কী জানাল আদালত?

এই মৃত্যুকে কেন্দ্র করে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর জানাতে হবে আদালতে। প্রসঙ্গত, এদিন সকালে বিচারপতি সেনগুপ্তর আদালতে এমন ইস্যুতে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। যুবককে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। কাল মামলার শুনানির আশ্বাস দেওয়া হয়েছে আদালতে।

Kunal Ghosh News : মমতার বিদেশ সফরে সঙ্গী কুণাল! অনুমতি চেয়ে হাইকোর্টে তৃণমূল নেতা
ঘটনাটি কী ঘটেছিল?

নবগ্রাম থানায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। পুলিশ লকআপেই ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে রণক্ষেত্রের চেহারা নেয় নবগ্রাম থানা চত্বর। উত্তেজিত জনতা থানায় চড়াও হয়। জমায়েত ছত্রভঙ্গ করতে করা হল লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাস। উন্মত্ত জনতাকে আটকাতে থানার গেটের সামনে কাঁচ ভেঙে ছড়িয়ে দেওয়া হয় বলেও জানা যায়।

পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ?

জানা যায়, ওই যুবকের গলায় বেল্টের ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ করে তাঁর পরিবারের সদস্যরা। নবগ্রাম থানার ওসি অমিতকুমার ভকত ও সাব ইন্সপেক্টর শ্যামল মণ্ডলের বিরুদ্ধে মানসিক অত্যাচার, মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চাও। মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নবগ্রামে পুলিশ লকআপে মৃত্যুর অভিযোগের বিষয়টিও উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে জানান তিনি।

TMC Leaders on Calcutta HC : ‘পঞ্চায়েত টাকা রোজগারের জায়গা’ ফের হাইকোর্টকে নিশানা

পুলিশের লক আপে মৃত্যু

এর আগেও একাধিক বার পুলিশের লক আপে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই বীরভূমের একটি ঘটনায় পুলিশের লক আপে নাবালক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত। বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *