Kolkata Metro : টেরাকোটার সজ্জা থেকে অ্যান্টি স্কিড ফ্লোরিং, নতুন রেক আসছে মেট্রোয় – from usb charging ports to anti skid flooring kolkata metro rakes are about to get a makeover


এই সময়: অন্দরসজ্জা ও বাইরের ডিজ়াইনে বাংলার ব্রাইডার এবং টেরাকোটার মতো কাজ। এ ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রথাগত পুরোনো হস্তশিল্পের কথা মনে করিয়ে দেওয়া নানা রকমের ডিজ়াইন। তবে সাজসজ্জা যেমনই হোক না কেন, আধুনিকতার ছোঁয়া সর্বত্রই। রেকের প্রতিটি কামরায় ইউএসবি চার্জিং পোর্ট থেকে শুরু করে অ্যান্টি স্কিড ফ্লোরিং-সব মিলিয়ে ঢালাও বদল হতে চলেছে কলকাতা মেট্রোর রেকে। আগামী তিন বছরের মধ্যেই ৮৫টি নতুন রেক আসতে চলেছে কলকাতায়। এখন চালু ৪৬টি রেকের সঙ্গে ওই ৮৫টি যোগ হয়ে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে চলবে ১৩১টি রেক।

Kolkata Metro News Today : নতুন রূপে আসছে কলকাতা মেট্রো! থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট, দেখুন ছবি
কলকাতা মেট্রোয় নতুন রেক আমদানির জন্য ইতিমধ্যেই ছ’হাজার কোটি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক। তবে বিদেশি কোনও সংস্থা থেকে নয়, নতুন রেক তৈরি হবে দেশেই। কলকাতা মেট্রোর ৮৫টি রেক তৈরির ভার পেয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)। গত সপ্তাহের শেষ দিকে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি আইসিএফ পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে এসেছেন।

Kolkata Metro : মেট্রোর কাজের জেরে ৬০ দিন বন্ধ থাকবে বাইপাসের একাংশ, যানজটে ব্যাপক ভোগান্তির আশঙ্কা
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই রেকের ডিজ়াইন করা হয়েছে। নানা রকমের সুবিধার মধ্যে উল্লেখ করার মতো হলো স্ট্যান্ডিং সিট। কামরার কোণের দিকে যেখানে জায়গা খুবই কম, সেখানে এই রকমের আসনের ব্যবস্থা থাকবে। অন্য আসনের তুলনায় এই আসন উঁচু রাখা হচ্ছে। তাই যাত্রীরা প্রয়োজনে তাঁদের লাগেজ এই সিটের নীচে রাখতে পারবেন।

Kolkata Metro News : সিঙ্গাপুর-বার্লিন-মিউনিখের সঙ্গে একই সারিতে কলকাতা মেট্রো! আসছে যুগান্তকারী পরিবর্তন
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আমাদের বিশ্বাস, ২০২৬-এর মধ্যে এমন রেক কলকাতায় আসার পর শহরের যান-মানচিত্রটাই বদলে যাবে। ততদিনে শহরে মেট্রো পরিষেবা এখনকার তুলনায় বহুগুণ বেড়ে যাবে। উন্নত পরিষেবা এবং আধুনিক রেকের মিশেলে মেট্রোই হয়ে উঠবে যাত্রীদের পছন্দের গণপরিবহণ।’

কলকাতা মেট্রো জানাচ্ছে, তিন বছরের মধ্যে যে ৮৫টি রেক আসতে চলেছে, তার মধ্যে ৮২টি রেক ব্রড গেজ ও তিনটি স্ট্যান্ডার্ড গেজের। নতুন রেকে নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। রেকের মধ্যে থাকবে যাত্রীদের মনোরঞ্জনের জন্য ইনফোটেনমেন্টের ব্যবস্থাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *