Kolkata Weather Today : বঙ্গোপাগরে নিম্নচাপ, সপ্তাহের প্রথম কাজের দিনেই তুমুল বৃষ্টি! কতদিন চলবে? – weather update of west bengal kolkata on monday 4th september 2023


সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। আর তার জেরে বৃষ্টি রাজ্যের উত্তর থেকে দক্ষিণের প্রায় সবক’টি জেলায় ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে সার্বিকভাবে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ
হাওয়া অফিস জানাচ্ছে, গত শুক্র-শনিবার নাগাদই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। গতকাল তা আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরেই আগামী ২ থেকে ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশকিছুটা বাড়তে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে কলকাতা-সহ জেলাগুলিতে। নিম্নচাপের জেরে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় চলবে মাঝারি বৃষ্টিপাত।

Weather Update : ঘূর্ণাবর্তের ত্রিফলা, এল নিনোর চোখ রাঙানি উড়িয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ যে জেলাগুলিতে বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ৩ দিন, অর্থাৎ মঙ্গল-বুধ ও বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরণের। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে।

Rain in India vs Pakistan : ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা, আদৌ মাঠে নামতে পারবেন বিরাট-বাবররা?
বৃষ্টি উত্তরবঙ্গেও
অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে হালকা বৃষ্টি। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। তবে এই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তবে তারপরের দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না উত্তরবঙ্গে।
Ajker Weather 3 Sept 2023 : এল নিনোর ‘বিষ’ সয়ে সেপ্টেম্বরে ফর্মে বর্ষা, সোমবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস
কলকাতায় আকাশের মুখ ভার
এদিকে যদি শহর কলকাতার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, আগামী ২৪ ঘন্টায় তিলোত্তমা মহানগরী ও তার আশপাশের এলাকায় আকাশ মোটের ওপর মেঘলাই থাকবে। মাঝে মধ্যেই চলবে বৃষ্টি। কোনও কোনও জাগয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানজটের আশঙ্কাও করা হচ্ছে। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম কাজের দিনে, হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শই দেওয়া হচ্ছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *