Kuntal Ghosh Recruitment Scam : বিচারকের নির্দেশ অগ্রাহ্য! কুন্তলের চিঠি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের – alipore court scolded cbi officials on kuntal ghosh letter case


নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে ED। তারপরই যুবনেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। হেফাজতে থাকাকালীন চিঠি লিখে বিস্ফোরক দাবি করেন কুন্তল। তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা। কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার আদালতের ভর্ৎসার মুখে CBI। আলিপুরের বিশেষ সিবিআই কোর্টের বিচারক এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা কোনওভাবেই কাম্য নয়।

Abhishek Banerjee News : ‘CEO অভিষেকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়?’, ED-কে প্রশ্ন বিচারপতি সিনহার
সম্প্রতি কুন্তল ঘোষের চিঠি মামলা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। আদালতের নির্দেশের পরও জিজ্ঞাসাবাদের বিষয়ে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিচারকের এই মন্তব্য বলে জানা গিয়েছে।

কুন্তলের অভিযোগ ছিল, তাঁর বাড়িতে অভিযান চালানোর সময় শারীরিক নির্যাতন করে ইডি। দুই ইডি আধিকারিক ও সিবিআইয়ের এক ডিআইজি পদমর্যাদার আধিকারিকের দিকে অভিযোগ আঙুল তুলেছিলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট জানিয়েছিল কুন্তল জেলা আদালতে এই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। এরপর আলিপুর আদালতের কুন্তলকে নিয়ে যাওয়া হয়। তখন তাঁকে ঘরে ডেকে যাবতীয় অভিযোগ শোনেন বিচারক।

Abhishek Banerjee News : ফের আদালতের দ্বারস্থ অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
এরপর বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ দেন, কুন্তলের যাবতীয় অভিযোগ যৌথভাবে তদন্ত করে দেখবে সিবিআই ও কলকাত পুলিশ। সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর ও কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদমর্যাদার আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই তদন্ত হবে বলে জানিয়ে দেয় বিশেষ সিবিআই আদালত। বিচারক জানান, এই অভিযোগের তদন্তে প্রয়োজন অনুযায়ী অভিযুক্তদের জেরা করতে পারবে সিবিআই ও কলকাতা পুলিশ। একইসঙ্গে কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে জেরা করতে করতে পারবে পুলিশ ও সিবিআই।

Visva Bharati University : জাতি বিদ্বেষ মামলা, বিশ্বভারতীর ইন্টারন্যাল অডিট অফিসারকে গ্রেফতারির নির্দেশ
উল্লেখ্য, চিঠিতে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন কুন্তল। তিনি জানান তাঁকে দিয়ে জোর করে তৃণমূলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। এই নিয়ে বিস্তর আইনি লড়াই চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *