Mamata Banerjee: ‘কারও কাছে এক পয়সা নিইনি তাও…’, এজেন্সির বিরুদ্ধে পরিবারকে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর – mamata banerjee alert dishonest promoter and criticises agency raid at real estate convention


আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল এজেন্সি তত্ত্ব। কলকাতার ধনধান্য স্টেডিয়ামে একটি বেসরকারি সিমেন্ট কারখানার উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকেও এজেন্সির হেনস্থা নিয়ে সরব হন তিনি। একইসঙ্গে প্রোমোটার রাজ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতি ব্যবসায়ীদের কাছে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদন করেন তিনি।

Mamata Banerjee: রিয়েল এস্টেটে দিল্লি, মুম্বইকে টেক্কা কলকাতার! 2 বছরে 40 হাজার কোটির বিনিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী

এজেন্সি হেনস্থা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

এদিনের মঞ্চ থেকে ব্যবসায়ী মহলের কাছেও এজেন্সির অভিযানের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মাঝে মাঝে বিরক্তিকর কিছু লোকের আগমন হয়। শুধু আপনাদের নয়, আমার পরিবারকেও হয়রান করা হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের হয়রান করছে কয়েকটি এজেন্সি। কিছু জিনিস কিনলেই ইডি তদন্ত করতে পারে! একটা চেয়ার কেনা হল, একটা উইন্ডোজ কেনা হল, ইডি তদন্ত করবে? আমার গোটা পরিবারের বদনাম করছে, হেনস্থা করছে। অথচ আমি সারা জীবনে কখনও নিজের জন্য কারও কাছ থেকে একটা পয়সা, এক কাপ চা নিইনি। এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা। আপনাদের সঙ্গে এমন হলে বেশি গুরুত্ব দেবেন না। আপনারা ভয় পাবেন না, দরকার পড়লে আদালতের সাহায্য নিন।’
Abhishek Banerjee:’আমি ফিরতেই ইডিকে আমার অফিসে…’, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি নিয়ে সরব অভিষেক!

এই প্রসঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকের প্রসঙ্গও তোলেন। কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে কটাক্ষ করে বলেন, ‘ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের দুদিনের মিটিংয়ে গিয়েছিলাম। সেই স্টেডিয়ামে সবকিছু বাইরে থেকে নিয়ে এসেছে। এই স্টেডিয়ামেরও আলো থেকে সবকিছু বাইরে থেকে এসেছে। এটা কি ইডি-র তদন্তের বিষয়?’

প্রোমোটারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি

ফ্ল্যাট করে দেওয়ার নাম করে টাকা তুলেও তারপরও গ্রাহককে ফ্ল্যাট না দিয়ে প্রতারণার একাধিক অভিযোগ এ শহরে উঠেছে। কখনও ২-৩ বছরে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি গ্রাহকদের হাতে তুলে দেন না প্রোমোটাররা। এমন একাধিক অভিযোগ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Mamata Banerjee News: ‘…না, আমি বাবা-মায়ের নামে কখনও কিছু করিনি’, মিষ্টি হাবের নামকরণ করে কেন এ কথা বললেন মমতা?
এদিনের মঞ্চ থেকে অসাধু প্রোমোটারদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে। আমার কাছে, পুলিশ কমিশনারের কাছে, এমনকি ডিজির কাছেও চিঠি আসে। আমি সেই চিঠিগুলো আপনাদের পাঠিয়ে দেব। আপনারা ধরে সোজা ব্ল্যাক লিস্টেড করে দেবেন। যারা ফ্ল্যাট তৈরি করবেন, তাদের টাকা নেওয়ার আগে অ্যাসিউরেন্স ও গ্যারান্টি দিতে হবে ।’ ফ্ল্যাট প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন বলে জানান মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Abhishek Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আবেদন

এখানেই শেষ নয়, কলকাতায় ধন-ধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেটের এদিনের কনভেনশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের উদ্দেশে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার আর্জিও জানান। বলেন, রাজ্যের কাছে থাকা দক্ষ পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস ব্যবসায়ী শিল্পপতিদের দেওয়া হবে যাতে তারা দক্ষ শ্রমিক পান আর এরাজ্যের শ্রমিকেরা যাতে এরাজ্যেই কাজ পান।
Duare Sarkar : ‘দুয়ারে সরকার’ শিবিরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার ব্যাপারে গুরুত্ব আরোপ

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘মালদহ, মুর্শিদাবাদের ছেলেরা খুব ভাল কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু তাদেরকে বাইরে নিয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করব, যারা পরিযায়ী শ্রমিক আছেন বাইরে, তাদের এরাজ্যে নিয়ে আসুন। আমরা আপনাদের দক্ষ শ্রমিকদের লিস্ট দিয়ে দেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *