National Teachers Award : শিক্ষাজগতে অভাবনীয় অবদান, জাতীয় সম্মান পাচ্ছেন দুবরাজপুরের শিক্ষক – national teachers award will be rewarded to sayad nasa from birbhum durbrajpur


National Teacher Award 2023 পেতে চলেছেন দুবরাজপুরের শিক্ষক। শিক্ষক হিসাবে অনন্য নজির গড়ার জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি। Teachers Day উপলক্ষ্যে শিক্ষক সৈয়দ নাসাকে পুরস্কৃত করা হবে। বীরভূম জেলা থেকে তিনি একাই এই সম্মান পাচ্ছেন বলে জানা গিয়েছে।

Teacher’s Day Wishes in Bengali : শিক্ষক দিবসে শৈশবের স্মৃতি, প্রিয় স্যারদের ফেসবুকে পৌঁছে যাক এই বার্তা…
শিক্ষক দিবসের পুরস্কার

শিক্ষক দিবসের দিনে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড পাচ্ছেন দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসার ওরফে নাসা। উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন দেওয়া হয় শিক্ষারত্ন পুরস্কার।

ইন্ডিয়ান এডুকেশন পুরস্কার

ভারতবর্ষে যে সকল CBSE ও ICSE বোর্ডের অধীনে স্কুল রয়েছে সেই সকল স্কুলের কয়েক লাখ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ১০০ জনকে শিক্ষক দিবসের দিনে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সেই তালিকায় রয়েছেন বীরভূম জেলার দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা। বীরভূম জেলা থেকে তিনিই একমাত্র শিক্ষক যিনি এই অ্যাওয়ার্ড পাচ্ছেন।

Teachers’ Day 2023: ভারতে কেন 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? জানুন নেপথ্যের ইতিহাস সহ দিনটির তাৎপর্য্য
শিক্ষা জীবনে অবদান

শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার অবদান সহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই দেওয়া হবে এই পুরস্কার। কিন্তু যে সমস্ত বিষয় গুলির ওপরে নজর দেওয়া হয়, সেগুলি দক্ষতার সঙ্গে পালন করেছেন আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করছেন।

Teachers Day Wishes in Bengali : স্যার-ম্যাডামদের হোয়াটসঅ্যাপে শিক্ষক দিবসের এই বার্তা, কমতে পারে হোমওয়ার্ক! জানা থাকুক
কী প্রতিক্রিয়া শিক্ষকের?

তিনি জানান, ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এর তালিকায় আমার নাম এসেছে এতে আমি খুবই খুশি। আমি রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছি। আমি মনে করি, আমার পরিশ্রমের ফলেই এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমাকে। স্বভাবতই খুশির জোয়ার তাঁর বিদ্যালয় থেকে শুরু করে সর্বত্রই।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই পুরস্কার প্রদান করা হয়। সারা দেশ থেকে শ্রেষ্ঠ শিক্ষকদের এই পুরস্কার তুলে ধরা হয়। শিক্ষক দিবসের দিনটিকেই এই পুরস্কার দেওয়ার শুভক্ষণ হিসেবে বেছে নেওয়া হয়। শিক্ষা জগতে অভাবনীয় সাফল্যের কারণেই এই পুরস্কার পান শিক্ষকরা।

Teacher Recruitment Scam : আচমকা থানা থেকে ফোন! ‘শিক্ষক না অপরাধী’?

আগামীকাল ৫ সেপ্টেম্বর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণাণের জন্মদিন। সেই উপলক্ষে সারা দেশে শিক্ষক দিবস পালন করা হয়। মঙ্গলবার মোট ৭৫ জন শিক্ষককে জাতীয় সম্মানে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সর্বমোট শিক্ষকের মধ্যে রয়েছে ৫০ জন স্কুল শিক্ষক, ১৩ জন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য ক্ষেত্রে ১২ জন শিক্ষক। জানা যাচ্ছে, প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে সার্টিফিকেট, ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার ও রূপোর মেডেল দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *