Paschim Medinipur News : মেদিনীপুরে গ্রামীণ হাসপাতালগুলিতে অমিল স্যালাইন, চূড়ান্ত দুর্ভোগ রোগীর পরিজনদের – saline shortage in several hospital in paschim medinipur


রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা উন্নততর করার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু Paschim Medinipur জেলার গ্রামীণ হাসপাতালগুলিতে স্যালাইন অমিল বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য দফতরের।

Medinipur News : মেদিনীপুরে ডেঙ্গির বলি ১! বাড়ছে আতঙ্ক, পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা
কী জানা যাচ্ছে?

দীর্ঘদিন ধরেই চন্দ্রকোনার গ্রামীণ সরকারি হাসপাতালগুলিতে অমিল স্যালাইন। রোগী বাঁচাতে রোগীর পরিজন দের দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে স্যালাইন। তাই বাধ্য হলেই হাসপাতাল চত্বরে থাকা ওষুধ দোকান থেকে চড়াদামে কিনতে হচ্ছে স্যালাইন। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলিতে।

Ghatal Robbery : রানাঘাটের পর দাসপুর, খেলার মাঠে জড়ো ডাকাত দল! পুলিশ পৌঁছতেই শুরু ‘যুদ্ধ’, তারপর…
সমস্যায় পড়ছে রোগীর পরিজনরা

গ্রামীণ হাসপাতাল গুলিতে প্রতিদিন চিকিৎসার জন্য আসে শয়ে শয়ে রোগীরা। কিন্তু টানা কয়েক সপ্তাহ ধরে অমিল রয়েছে স্যালাইন পরিষেবা। এমারজেন্সি বিভাগে থাকা চিকিৎসকরা রোগীর প্রয়োজন মতো রোগীর পরিজনদের লিখে দিচ্ছেন স্যালাইনের কথা। রোগী বাঁচাতে দোকানে ছুটছেন রোগীর পরিজনেরাও। চড়া দামে দোকান থেকে স্যালাইন কিনে আনছে তারা। সেই স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের। আর এতেই ক্ষুব্ধ রোগীর পরিজনেরা।

Paschim Medinipur : স্কুল খুলতেই ভেঙে পড়ল ছাদের চাঙড়! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আতঙ্কে পড়ুয়ারা
রোগীর পরিজনদের অভিযোগ কী?

চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তার পরিজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে পাওয়ার কথা স্যালাইন। সেই স্যালাইন কিনা কিনে আনতে হচ্ছে দোকান থেকে। স্যালাইন সরবরাহ নিয়ে সংকট যে তৈরি হয়েছে তা কার্যত মেনে নিচ্ছেন স্বাস্থ্য অধিকারী।

স্বাস্থ্য দফতর কী জানাচ্ছে?

রোগীদের গ্যাঁটের টাকা খরচ করে যাতে স্যালাইন কিনতে না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চন্দ্রকোণার বিএমওএইচ স্বপ্নীল মিস্ত্রি। এখন দেখার কবে স্যালাইনের ঘাটতি মেটে গ্রামীণ হাসপাতালগুলিতে। তিনি জানান, যে স্যালাইনের স্টক তোলা হয়েছিল, তাতে কিছু ত্রুটি দেখা গিয়েছে। সেই কারণে স্যাম্পেল পাঠানো হয়েছে পরীক্ষা করানোর জন্য। পুরনো স্টক থেকে স্যালাইন রোগীদের দেওয়া যাচ্ছে না রিপোর্ট না আসা পর্যন্ত।

Ashoknagar State General Hospital Video : ‘মোবাইলে বুঁদ নার্স’! কাতরাতে কাতরাতে মৃত্যু কিশোরের!


ঘাটতি মিটবে কবে?

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে যাতে রোগীরা স্যালাইন নিতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বাইরে থেকে যাতে স্যালাইন কিনতে না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। নতুন স্যালাইনের স্টক আনানোর ব্যবস্থা করা হচ্ছে দ্রুত। শীঘ্রই এই সমস্যা মিটবে বলে আশা স্বাস্থ্য অধিকর্তাদের। দ্রুত সমস্যা মেটার আশায় রোগী ও তাঁদের পরিজনরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *