Purba Medinipur : জন্মদিনে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ – a case of murder has been filed in connection with the mysterious death of a young woman while visiting with her boyfriend on her birthday


এই সময়, খেজুরি: জন্মদিনে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে তরুণীর রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ দায়ের হলো থানায়। ওই দিন তরুণী তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে খেজুরি বন্দরে ঘোরার সময়ে অসুস্থ বোধ করেন। বাড়িতে ফোন করতে গেলে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। রাতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পরে তাঁর প্রেমিক উধাও হয়ে যাওয়ায় সন্দেহ হয় দিপালী মণ্ডলের। ইতিমধ্যে হাসপাতাল সূত্রে তিনি জানতে পারেন বিষক্রিয়ার ফলেই তাঁর মেয়ে মূর্ছনা মণ্ডল (২৫)-এর মৃত্যু হয়েছে।

Uttar Pradesh Crime : ধর্ষিত হয়ে প্রেগন্যান্ট মানতে নারাজ মেয়ে, খুনই করল মা-বাবা
এরপরেই মেয়ের বান্ধবী ও প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘সুজিতের সঙ্গে আমার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আর সুমি আমার মেয়ের সঙ্গে স্কুলে পড়েছে। দু’জনেই আমার বাড়িতে নিয়মিত আসত। কতদিন একসঙ্গে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করেছে। কিন্তু মেয়ের মৃত্যুর পর থেকে দু’জনে একবারের জন্যেও বাড়িতে আসেনি। কয়েক জনের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি গা ঢাকা দিয়েছে। সেই কারণে আমাদের সন্দেহ, মেয়েকে বিষ খাইয়ে ওরা পরিকল্পিত ভাবে খুন করেছে।’

Bankura News : একই পরিবারের ৩ সদস্যের রহস্য মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ খেজুরি ২ ব্লকের দক্ষিণ শ্যামপুরের বাসিন্দা মূর্ছনার জন্মদিন ছিল গত ২০ অগষ্ট। সেদিন বিকালে বান্ধবী সুমি মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রেমিক সুজিত মণ্ডলের সঙ্গে

Uttar Pradesh News : ফ্ল্যাটের সুপারভাইজারের সঙ্গে বচসা, গাজিয়াবাদে ৩ সহকর্মীর দ্বারা গণধর্ষণের শিকার নিরাপত্তারক্ষী
বেড়াতে গিয়েছিলেন খেজুরি বন্দরে। হাঁটতে হাঁটতে অসুস্থ বোধ করায় তরুণী তাঁর জেঠু গোবিন্দ মণ্ডলকে ফোন করে বন্দরে আসতে বলেন। অভিযোগ, প্রথমে ফোন করার সময়ে মোবাইল কেড়ে নেয় সুজিত। আধ ঘণ্টা পরে ফের ফোন করেন মূর্ছনা। জেঠুর সঙ্গে খেজুরির বটতলা থেকে টোটোতে চেপে বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়িতে ফেরার পরে হেঁচকি উঠতে শুরু করে তরুণীর। কিছুক্ষণ পরে ঝিমিয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর পরে তালপাটি কোস্টাল থানার পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।

Bankura Murder Case : তুচ্ছ কারণে বিবাদ, জামাইবাবুকে খুনে অভিযুক্ত ‘গাঁজাখোর’ শ্যালক! কোতলপুরে রহস্য
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমিক যুবকের বাড়ি ওয়াশিমচক গ্রামে। মূর্ছনার বান্ধবী সুমির বাড়ি শিলাবেড়িয়া গ্রামে। সুমির সঙ্গে মূর্ছনার সম্পর্ক ছেলেবেলা থেকে। হাসপাতালের চিকিৎসকরা বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানানোর পরে শুক্রবার থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পর থেকে সুমি ও সুজিতের খোঁজ নেই বলে জানিয়েছেন মৃত তরুণীর মা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *