CPIM Congress Alliance : বাংলায় বাম-কংগ্রেসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, কটাক্ষ পদ্মের – bjp expressed its opinion about the good relations between the left front and the congress in bengal


এই সময়: সনিয়া গান্ধীর পাশে থেকে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া’ জোটের মধ্যমণির ভূমিকায় থাকলেও বাংলায় কংগ্রেস বামেদের সঙ্গে হাত মিলিয়ে জোড়াফুলের বিরোধিতা চালিয়ে যাওয়ায় তৃণমূল নেতৃত্বের অসন্তোষ ক্রমেই বাড়ছে। আজ, মঙ্গলবার ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বাম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম যৌথপ্রচারে গিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন।

Rahul Gandhi Abhishek Banerjee : রাহুল-অভিষেক মিটিংয়ে কী অ্যাজেন্ডা? বিরোধীদের আক্রমণের পালটা তৃণমূলের
ধূপগুড়িতে নির্বাচনী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাম-কংগ্রেসের পাল্টা সমালোচনা না করলেও জোড়াফুল নেতৃত্বের অসন্তোষ দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায় প্রতিফলিত হলো। তিনি সোমবার বলেন, ‘তৃণমূল জোটধর্ম পালন করছে। কিন্তু কংগ্রেস ও সিপিএম যদি জোটধর্ম পালন না করে, তাহলে তৃণমূল একাই একশো। তৃণমূলের কোনও চিন্তা নেই। কারণ, আমরা কংগ্রেস-সিপিএমের বিরোধিতা করেই বাংলায় রয়েছি। সিপিএম-কংগ্রেস এখানে বিজেপির দালালি করছে। কংগ্রেস ও সিপিএমের দিল্লির নেতারা ঠিক করুন, পশ্চিমবঙ্গে তাঁরা কী করবেন।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মু্ম্বই বৈঠকের দিনই ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তৃণমূল বিরোধিতার লাইন থেকে সরে যেতে হবে–এমন কোনও নির্দেশ দলের হাইকম্যান্ড তাঁকে দেয়নি। তাই বাংলায় কংগ্রেস তৃণমূলের সমালোচনা চালিয়ে যাবে। যদিও প্রদীপ ভট্টাচার্য-সহ প্রদেশ কংগ্রেসের একাংশ আপাতত প্রকাশ্যে চড়া সুরে তৃণমূল বিরোধিতা করছেন না।

Abhishek Banerjee : বাম-কংগ্রেস নয়, অভিষেক-তিরে বিজেপি
কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সমীকরণ শেষ পর্যন্ত কী হয়, তার উপরই প্রদেশ কংগ্রেসের এই নেতারা পা ফেলতে চাইছেন। লোকসভা নির্বাচনের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রদেশ কংগ্রেসের একাংশ। যদিও তৃণমূল বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতার ইঙ্গিত দেয়নি। বরং বিধানভবন এখনও বামেদের সঙ্গে হাত মিলিয়ে চলায় তৃণমূল নেতৃত্ব দলীয় মুখপাত্রদের মাধ্যমে তাঁদের অসন্তোষ প্রকাশ করছেন।

Adhir Chowdhury Mohammed Salim : মুম্বইয়ে বৈঠকের দিনেও বাংলায় তৃণমূলকে নিশানা অধীর-সেলিমের, বিজেপির দালালি! পালটা কুণালের
কুণাল বলেন, ‘ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করেছেন। এখানে বিজেপি এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের হেনস্থা করলে কংগ্রেস-তৃণমূল নেতারা ধেই ধেই করে নাচেন। এই দ্বিচারিতা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হটানোর জন্য ইন্ডিয়াকে সহযোগিতা করবেন আর এখানে কংগ্রেস-সিপিএম তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করবে, এটা চলতে পারে না।’

Mumbai India Alliance Meeting : ইন্ডিয়া’র সাংবাদিক বৈঠকে গরহাজির: আনলাইক মমতা
যদিও সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ীর সাফ কথা, ‘বিজেপি ও তৃণমূল উভয় শক্তির বিরুদ্ধেই সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে বামেদের লড়াই চলবে। তৃণমূলনেত্রী কতদিন ইন্ডিয়া জোটে থাকবেন, তা কি ওই দলের নেতারা জানেন?’ জাতীয় স্তরে জোট ‘ইন্ডিয়া’ তৈরি হলেও রাজ্যে রাজ্যে শরিক দলগুলির এই বিরোধকে কটাক্ষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এঁদের তো ২৬ জন নেতা প্রধানমন্ত্রী হতে চায়। দেশের মানুষ এত বোকা নয় যে এমন নেতাদের জোটকে সমর্থন করবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *