Hooghly News : হাসপাতাল থেকে উধাও রোগী! দেহ মিলল কাছের পুকুরে, হইচই উত্তরপাড়ায় – patient body found at a pond near hooghly uttarpara state general hospital


Uttarpara State General Hospital এর অদূরে মিলল এক ব্যক্তির দেহ। হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ মিলল পাশের পুকুরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল থেকে দুই রোগী নিখোঁজ ছিল বলে খবর। কী করে রোগীর মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook : মেলালেন তিনি মেলালেন! ২৫ বছরে পুনর্মিলন, ফেসবুকের দৌলতে পরিবার ফিরে পেলেন সন্ন্যাসী
ঠিক কী ঘটেছে?

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পাশের একটি পুকুর থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয়রা জানান, গতকাল বিকালে এক ব্যাক্তি ওই পুকুরে পরে গিয়েছিলন। আজ সকালে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। উত্তরপাড়া হাসপাতাল সূত্রে খবর, দুজন রোগী গতকাল থেকে নিখোঁজ রয়েছে। মৃতদেহ উদ্ধারের পর শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

Hooghly News : ‘আমার মাথায় ছিট আছে…বুলডোজার চালিয়ে দেব,’ তৃণমূলকে চরম হুঁশিয়ারি প্রিয়াঙ্কার
মৃতের পরিচয় কী?

নিখোঁজ রোগীর নাম অভয় পাঠক (৭২)। বাড়ি হিন্দমোটর ১ নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকায়। গতকাল সকালে সামান্য শারীরিক অসুস্থতা নিয়ে তাঁর পরিবার তাঁকে ভর্তি করে উত্তর পাড়ার স্টেট জেনারেল হাসপাতালে।

পরিবারের লোক কী বলছেন?

মৃত ব্যক্তির ছেলে প্রদীপ পাঠক জানান, হাসপাতালে ভর্তি করার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃতদেহ পাশের পুকুরে ভাসতে দেখা গিয়েছে। কী ভাবে হাসপাতালের মধ্যে থেকে একজন রোগী বেরিয়ে গেল? কী ভাবে সকলের নজর এড়িয়ে মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।

Dengue Prevention : গোটা এলাকা ঘুরবে দৈত্যাকৃতি মশা, ডেঙ্গি রোধে অভিনব উদ্যোগ হুগলিতে
হাসপাতাল কী বলছে?

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সুপার নবীন বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল থেকে দুজন রোগী নিখোঁজ রয়েছেন। বিষয়টি নজরে আসার পরই উত্তরপাড়া থানাকে জানানো হয় উত্তরপাড়া হাসপাতাল অনেকটা এলাকা জুরে কিছুটা ছড়ানো বিভিন্ন ওয়ার্ড। তাই নজরদারিতে সমস্যা আছে। তিনি বলেন, ‘আমি জেলা স্তরের তিনজন অফিসারকে পাঠিয়ে রিপোর্ট নেব। যদি নিরাপত্তার কোনও গাফিলতি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

লাঠিকে সঙ্গী করে এক পায়ে শিক্ষিকার কঠিন লড়াই!

শুরু রাজনৈতিক তরজা

উত্তরপাড়া বাসিন্দা CPIM নেতা শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি। দু’জন রোগীকে পাওয়া যাচ্ছে না এটা হয় কি করে? তার মানে হাসপাতালে নূন্যতম নজরদারির লোক নেই। অন্যদিকে, উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর সুমিত চক্রবর্তী বলেন, ‘উত্তরপাড়া হাসপাতালে পরিকাঠামো যথেষ্ট ভালো নজরদারিও আছে।’ তবে ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *