কোথায় হবে ব্রিজ?
জানা গিয়েছে, বর্ধমান জেলার মেমারি, জৌগ্রাম-মশাগ্রাম, শিমলাঘর, রসুলপুর, অম্বিকা কালনা-ধাত্রীগ্রাম, বাহিরখণ্ড-তারকেশ্বর এবং বর্ধমান-কালনা রুটে সাতটি ওভার ব্রিজ তৈরি করা হবে। রেলের তরফে পূর্ব রেলের আওতাধীন এই সাতটি জায়গায় ওভারব্রিজ তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে।
খরচ-খরচা
রেলের তরফে এই ওভারব্রিজ তৈরি করার অর্ধেক খরচ বহন করার জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠির জবাব আসেনি বলে রেলের তরফে জানানো হয়েছে। আপাতত রেলের তরফে পুরো খরচ বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অপেক্ষায় না থেকে সাতটি নয়া রেল ব্রিজের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র বলে জানান হয়েছে।
লেভেল ক্রসিং তুলে দেওয়া হবে
ধীরে ধীরে রেলের লেভেল ক্রসিং তুলে নেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। রেল সিদ্ধান্ত নিয়েছে, গজ লাইন, ডবল লাইন বা মাল্টি ট্র্যাকিং, কোনও প্রজেক্টেই লেভেল ক্রসিং না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গায় গাড়ি চলাচলের সিভদার জন্য ওভার ব্রিজ করে দেওয়া হবে। নতুন প্রস্তাবিত কোনও রেল পথে আর লেভেল ক্রসিং না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় লেভেল ক্রসিং রয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট রিপোর্ট তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে ওভার ব্রিজ তৈরিতে রেলের ৩০ থেকে ৫০ শতাংশ খরচ বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে।
কেন্দ্রের অর্থ অনুমোদন নিয়ে রাজনৈতিক তরজা
রেলের ওভার ব্রিজ নির্মাণ নিয়ে রাজনৈতিক তরজা পৌঁছেছে বিধানসভা পর্যন্ত। রেলের ওভার ব্রিজ তৈরির জন্য রাজ্য যে আর্থিক সাহায্য করতে পারবে না, সে ব্যাপারে আগেই রেলকে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রাজ্যকে একাধিক ক্ষেত্রে কেন্দ্রের সাহায্য না করার বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্যদিকে, বিধানসভায় বিষয়টি তুলে ধরেন BJP বিধায়ক মনোজ টিগ্গা। বাদল অধিবেশনে তিনি জানান, নিজের এলাকায় রেলের ওভার ব্রিজ করার জন্য কেন্দ্রের থেকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। এখন এই ওভার ব্রিজগুলোর কাজ কবে শুরু হবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হবে, তার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা।

 
                     
                     Kolkata Metro : টেরাকোটার সজ্জা থেকে অ্যান্টি স্কিড ফ্লোরিং, নতুন রেক আসছে মেট্রোয়
Kolkata Metro : টেরাকোটার সজ্জা থেকে অ্যান্টি স্কিড ফ্লোরিং, নতুন রেক আসছে মেট্রোয় Suvendu Adhikari on Indian Railway : ৭টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ল রাজ্যে, টুইটে রেলকে শুভেচ্ছা শুভেন্দুর
Suvendu Adhikari on Indian Railway : ৭টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ল রাজ্যে, টুইটে রেলকে শুভেচ্ছা শুভেন্দুর Mamata Banerjee News: মিজোরামে দুর্ঘটনায় মৃত্যু বাংলার শ্রমিকদের, পরিবারের এক জনকে চাকরির দাবি মমতার
Mamata Banerjee News: মিজোরামে দুর্ঘটনায় মৃত্যু বাংলার শ্রমিকদের, পরিবারের এক জনকে চাকরির দাবি মমতার