ISRO Team at Jadavpur University : যাদবপুরে র‍্যাগিং রুখতে AI টেকনোলজি? কী জানালেন ISRO-র প্রতিনিধিরা – isro team visited jadavpur university for making anti ragging system using ai technology


ISRO প্রতিনিধিরা পরিদর্শন করলেন Jadavpur University ক্যাম্পাস। র‍্যাগিং রোধে AI টেকনোলজি ব্যবহার করা হতে পারে বলে আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, প্রাথমিক একটি বর্ণনা দিয়েছেন ISRO প্রতিনিধিরা। তবে সঠিক কোন আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে অ্যান্টি র‍্যাগিং সিস্টেম বসানো হবে ক্যাম্পাসে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনও রূপরেখা তৈরি হয়নি।

Jadavpur University ISRO : রাজ্যপালের প্রস্তাবে সমর্থন ISRO-র! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে প্রতিনিধি দল
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী জানালেন?

অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, ওঁরা আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। ওঁর একটি প্রাথমিক পরিকল্পনা দিয়েছেন। এরপর পরে দুপক্ষের আরও একাধিকবার আলোচনা হবে। তারপরেই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। তবে র‍্যাগিং রুখতে Artificial Intelligence এর সাহায্য নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Jadavpur University Ragging : যাদবপুরে র‍্যাগিং রুখবে ISRO-র প্রযুক্তি? বড় সিদ্ধান্ত রাজ্যপালের
আর কী জানালেন?

যাদবপুরে ইসরোর প্রতিনিধি দল!

যাদবপুরের উপাচার্য জানান, এদিন ইসরো প্রতিনিধিরা AI টেকনোলজির কথা উল্লেখ করেছেন। কী রকম ইনপুট টেকনোলোজি ব্যবহৃত হবে সে নিয়ে আলোচনা হয়েছে। RFID এবং ইমেজ টেকনোলোজি দুটি বিষয় নিয়েই কথা হয়েছে। এরপরেই ISRO প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে পারেন। চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যপালের পদক্ষেপ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরো প্রযুক্তি কাজে লাগানোর ব্যাপারে আগেই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুদিন আগেই তিনি এ ব্যাপারে ইসরো চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ক্যাম্পাসে কী ভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করা যায়, সে ব্যাপারে পরামর্শ করেন।
তখনই রাজ্যপালকে ইসরোর প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেইমতো আজ, মঙ্গলবার ইসরোর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় আসেন। একাধিক জায়গা ঘুরে দেখেন। কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে। কীভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করা যায়, সে ব্যাপারে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

যাদবপুরে সিসিটিভি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা প্রদানে ইতিমধ্যে সিসিটিভি লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। যদিও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠকে তাঁদের তরফে জানানো হয়, কোথায় কোথায় ক্যামেরা লাগানো হবে সে ব্যাপারে যেন লিখিত আকারে জানানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর নড়েচড়ে বসে গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাগিং রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেওয়া হয় নতুন উপাচার্যের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *