Malda Mango: মালদার ফলের জয়জয়কার, এবার তিন আম পেল GI Tag-এর সরকারি অনুমোদন – malda three mango got gi tag including himsagar


GI Tag: বিশ্ব মানচিত্রে মালদা পরিচিত আমের জন্য। মালদার জগৎবিখ্যাত তিন প্রজাতির আম এবার জি আই তকমা পেল। খুশি জেলার আমচাষি এবং ব্যবসায়ীরা। এর ফলে মালদা জেলার আম বিদেশের বাজারে বাজারজাত করার ক্ষেত্রে আরও সুবিধা হলো বলে জানাচ্ছেন চাষীরা। এই মর্মে মঙ্গলবার মালদা টাউন হলে জি আই শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

GI Tag তকমা পেল মালদার লক্ষ্মণভোগ, ফজলি ও হিমসাগর। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে জিআই ট্যাগের নিয়ম মেনে আবেদন করেছিল মালদহ জেলা উদ্যান পালন দফতর। গত বছরই সেই আবেদন গৃহীত হয়। এরপরই মালদার তিন আমে সিলমোহর পড়ে। জানা গিয়েছে, হিমসাগরের জি আই নম্বর ১১২, ফজলি ১১৩ এবং লক্ষ্মণভোগ পেয়েছে জিআই নম্বর ১১১।
Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, প্রকাশ্যে মদ খেলেই…

রাজ্যের মধ্যে সবথেকে উৎকৃষ্ট আমের ফলন হয় মালদাতেই। এখানে প্রায় ৫০টি প্রজাতির আম পাওয়া যায়। তার মধ্যে জিআই ট্যাগ জুটেছে তিন আমের কপালে। সেই তিন আম এবার জেলা উদ্যান পালন দফতরের তৈরি লোগোর সঙ্গে বিক্রি হবে। ফলে প্রজাতি নিয়ে ব্যবসায়ীদের কারচুপি এর ফলে বন্ধ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিদেশের বাজারে মালদার আম যখন লোগো সহ বিক্রি তখন সেই অন্য কোনও আম মালদার বলে গছিয়ে দিতে পারবেন না ব্যবসায়ীরা।
Government Land Distribution: সাংবাদিকদের জন্য সুখবর, আবাসন তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার

উল্লেখ্য, হিমসাগরকে বলা হয় আমের রাজা। এর স্বাদের সঙ্গে অন্য কোনও আমের তুলনা হয় না। প্রায় ১০০ বছর আগে মালদায় লক্ষ্মণভোগ আমের চাষ শুরু হয়। এই আম স্বাদে-গন্ধে অপূর্ব। যেমন সুন্দর, তেমন ভালো সুগন্ধ। এছাড়া মালদার ফজলির স্বাদও তুলনাহীন। এই আমে আঁশ নেই। শাঁস খেতে দারুণ সুন্দর। প্রসঙ্গত, এবছর আমের সিজিনে চমকে দিয়েছে মিয়াজাকি। বিদেশি এই আমের সফল ফলন এবার রাজ্যের একাধিক জায়গায়।
Karate Championship 2023 : সিভিক ভলান্টিয়ার থেকে স্কুল শিক্ষিকা! ঝুলি ভরে পদক আনলেন মালদার ক্যারাটে প্রতিযোগীরা

এদিন অর্থাৎ মঙ্গলবার জেলার ২৩২ জন চাষীদের হাতে জি আই শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যের আরও এক মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার, বিধায়ক সমর মুখার্জি,সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *