Mamata Banerjee : ‘বাংলার মেধাকে সারা ভারত সেলাম করে’, ইসরোর বাঙালি বিজ্ঞানীদের নিয়ে বিশেষ বার্তা মমতার – mamata banerjee speaks about the glory of isro bengali scientists


Chandrayaan 3 মিশনে ISRO Bengali Scientist দের অবদানের জন্য আগেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানেও সেই গর্বের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিক্ষারত্ন এবং সেরা বিদ্যালয় সম্মাননা প্রদান অনুষ্ঠানের হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: অর্থনৈতিক বাধা থেকে ধরনা, রাজ্যপালের সঙ্গে সংঘাতে অগ্নিকন্যার ভূমিকায় মমতা
কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিনের অনুষ্ঠানে ইসোরয় বাঙালি বিজ্ঞানীদের সাফল্য নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি গর্ব করে বলি, ইসরো যে চন্দ্রযান পাঠালো সেই কাজে বাংলার ৩৮ জন ছিলেন। বাংলার মেধা, প্রতিভাকে সারা ভারতবর্ষ সেলাম জানায়।’

Mamata Banerjee : ৫০ লাখ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরাতে উদ্যোগী মমতা
বাংলায় পড়াশোনার জন্য আবেদন

বাংলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সব রকম সুবিধা আছে, ছেলেমেয়েদের এ রাজ্যে থেকেই পড়াশোনা করার আহ্বান জানান তিনি। তিনি জানান, এ রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সেরার সেরা শিরোপা পেয়েছে। বাংলাতেই মেধাবীদের কাজ করার বার্তা দেন তিনি।

রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির দুর্দান্ত সুযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ লাগু করতে নয়া নির্দেশিকা
ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

এদিনের অনুষ্ঠান থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের জন্য মোবাইল কেনার অর্থ সাহায্য করা হয়। মুখ্যমন্ত্রীর এদিন জানান, গত তিন বছরে ২৭ লাখ ছাত্র-ছাত্রীকে এই অর্থ সাহায্য করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে খরচ হয়েছে মোট ৩৭০০ কোটি টাকা। কোভিড এর সময় থেকেই এই প্রকল্প চালু করা হয়। পড়ুয়াদের পড়াশোনার স্বার্থে এই প্রকল্প সাফল্য লাভ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

‘জীবনে একটা পয়সাও কারোর থেকে নিইনি’!

নতুন কলেজ ভবন উদ্বোধন

আলিপুরদুয়ার জেলায় গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের নতুন কলেজে উদ্বোধন করা হল। এর পাশাপাশি, গড়িয়া দীনবন্ধু এন্দ্রুস কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়। পুরুলিয়া এবং ইসলামপুর ব্লকে চারটি মডেল স্কুলের উদ্বোধন করা হয়। বাঁকুড়া শালতোড়া ব্লকে মেয়েদের হস্টেল উদ্বোধন করা হয়। এছাড়াও রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের ৩৯৬৬ টি ডাইনিং হল উদ্বোধন করা হয়।

রাজ্যপালকে আক্রমণ

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই উপাচার্য নিয়োগ নিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *