Swanirvar Gosthi : স্বনির্ভর গোষ্ঠীর বকেয়া পেতে ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ! মালদায় অভিযুক্ত জয়েন্ট BDO, তদন্তের নির্দেশ জেলাশাসকের – malda district magistrate directs for investigation for swanirvar gosthi scam at kaliachak


Swanirvar Gosthi মহিলার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। অভিযোগ উঠল Joint BDO বিরুদ্ধে। ঘটনায় হইচই মালদা জেলায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক। গোটা ঘটনায় অস্বস্তিতে জেলা প্রশাসন।

Malda News : পণের বকেয়া টাকা চাইতে গিয়ে বিপাকে, নতুন জামাইকে বেঁধে রাখলেন শ্বশুর বাড়ির সদস্যরা
কী ঘটেছে ঘটনা?

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল জয়েন্ট BDO দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে। এমন অভিযোগ ঘিরে তোলপাড় মালদা জেলা প্রশাসনিক মহলে। কালিয়াচক ২নং ব্লকের সরকারি আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগের অস্বস্তিতে জেলার প্রশাসনিক কর্তারা। SDO-কে ঘটনার তদন্তে নির্দেশ দিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।

Malda News : অন্তঃসত্ত্বা দিদিকে মারধর, মালদায় অভিযুক্ত TMC শ্রমিক নেতা
স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগ

রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে জেলায় জেলায়। যে শিবিরে বুক কিপিং, প্রাণীমিত্রা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ করার উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই প্রশিক্ষণ শিবিরে যোগ দিলে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়।

কী ঘটেছিল স্বনির্ভর গোষ্ঠীতে

কালিয়াচক ২ নং ব্লকের কয়েকশ মহিলা এই শিবিরে যোগ দেন। ২০১৭ সাল থেকে চালু হওয়া এই শিবির আজও চলছে। কিন্তু প্রশিক্ষণ বাবদ যে অর্থ স্বনির্ভর গোষ্ঠীদের প্রদান করার কথা তা আজও অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত দেওয়া হয় নি। ফলে কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে স্বনির্ভর গোষ্ঠীদের। সেই বকেয়া টাকার জন্য মহিলারা আবেদন করেন ব্লক দফতরে।

WBSEDCL Power Cut: তিন দিন ধরে বিদ্যুৎ নেই! লোডশেডিংয়ে জেরবার বাসিন্দাদের আন্দোলনে নামার হুঁশিয়ারি, কবে স্বাভাবিক পরিস্থিতি?
মহিলাদের কী অভিযোগ?

মহিলাদের অভিযোগ, কালিয়াচক ২নং ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডল বকেয়া প্রাপ্ত টাকার ৫০শতাংশ কাটমানি দাবি করেন। না দিলে প্রাপ্ত বকেয়া টাকা দেওয়া হবে না বলে জানানো হয়। তবে এই অভিযোগে বেশ অস্বস্তিতে সরকারি আমলারা। SDO-কে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক।

অন্তঃসত্ত্বা বােনকে লাথি! অভিযুক্ত তৃণমূল নেতা!

জেলাশাসক কী বললেন?

মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, ‘ঘটনার তদন্ত করবেন মহকুমা শাসক। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্থানীয় BJP নেতা জানান, এই তৃণমূল সরকারের আমলে একাধিক জায়গায় দুর্নীতি হয়েছে। এখানে গ্রামের দুঃস্থ গ্রামীণ মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর তদন্ত করা উচিত। পালটা তৃণমূলের এক নেতা জানান, এখানে দুর্নীতির একটা অভিযোগ এসেছে। এর অবশ্যই একটা তদন্ত হবে। আমাদের দলের তরফে দুর্নীতিকে কোনওভাবে প্রশ্রয় দেওয়া হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *