Tarapith Mandir News : মা তারা দর্শনে কমবে ঝক্কি! কৌশিকী অমাবস্যার আগেই হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত তারপীঠে – tarapith temple hotel owners association took initiatives for devotees on kaushiki amabasya


ভাদ্র মাসৈর ২৯ তারিখ অর্থাৎ ইংরেজির ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর বিশেষ এই তিথিতে রাজ্যের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠে প্রচুর ভক্ত সমাগম হয়। সম্প্রতি রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির অবধি অটো ও ট্রেকার ভাড়া ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নয় প্রশাসন। হঠাৎ করেই ভাড়া বৃদ্ধি যাত্রীদের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে দাবি করেন অনেকে। যদিও তারপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথোরিটির তরফে জানানো হয়, কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি। অটো বা ট্রেকারের ভাড়া বৃদ্ধি নিয়ে জল্পনার মধ্যে তারপীঠের মা তারার ভক্তদের জন্য সুখবর।

Tarapith Mandir : তারাপীঠ যেতে খসবে বাড়তি টাকা? কৌশিকী অমাবস্যার আগে প্রশাসনের সিদ্ধান্তে চর্চা
হোটেল ভাড়া নিয়ে ভক্তদের স্বস্তি!

কৌশিকী অমাবস্যায় মাথাপিছু গাড়ি ভাড়া বৃদ্ধি পুন্যর্থীদের অস্বস্তি বাড়ালেও, স্বস্তি মিলবে হোটেল ভাড়ায়। কৌশিকী অমাবস্যায় সারা বছরে যা ভাড়া থাকে তার তুলনায় প্রায় দশ গুণ বেশি নেওয়া হয় বলে অভিযোগ ভক্তদের। এমনকী একদিনের জন্য হোটেল পাওয়া যায় না বলে অভিযোগ ভক্তদের অভিযোগ। এমনকী একদিন থাকলেও পুণ্যার্থীদের তিনদিনের হোটেল ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এবার ভক্তদের এমন কোনও পরিস্থিতির মুখোমুখি হতে না বলে জানা গিয়েছে হোটেল ব্যবসায়ী সমিতির তরফে। হোটেল মালিকদের নিয়ে সোমবার সন্ধ্যায় একটি বৈঠক ডাকা হয় হোটেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। সেই বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, সারা বছরের মতো কৌশিকী অমাবস্যার সময় হোটেল ভাড়া নিতে হবে।

Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, প্রকাশ্যে মদ খেলেই…
কী বলছে হোটেল মালিকদের সংগঠন?

প্রত্যেকবার রামপুরহাট থেকে তারপাীঠ যাওয়ার সময় গাড়ি ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে অভিযোগ ওঠে হোটেল ভাড়া বেশি নেওয়ারও। সেই নিয়ে সোমবারের বৈঠকে হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে হোটেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল গিরি বলেন, ‘সারা বছর তারাপীঠের হোটেলে যা ভাড়া থাকে সে টাকাই দিতে হবে কৌশিকী অমাবস্যার সময়। এমনকী কেউ চাইলে একদিনের জন্য হোটেল ভাড়া নিতে পারে। কোনও হোটেলের বিরুদ্ধে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। প্রশাসনকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে আমরা একটা অ্যাসিস্ট্যান্ট বুধ করছি যেখানে পুণ্যার্থীদের কোন অসুবিধা হলে দ্রুত তারা সমাধান পেতে পারেন।’

Boro Maa Naihati : বড়মার মন্দিরে ঘটা করে ভূমিপুজো! দুর্গাপুজো শেষ হতেই ভক্তদের জন্য বড় চমক
খুশি তারাপীঠ মন্দির কমিটিও

হোটেল ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটিও। মা তারা মন্দিরের কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। প্রচুর মানুষ কৌশিকী অমাবস্যার সময় এখানে আসেন। ভিনরাজ্য থেকে ভক্তরা আসেন। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *