Teachers Day Celebration: শিক্ষক দিবসে স্কুলেই শিক্ষককে তালা দিয়ে আটকে রাখার অভিযোগ, দিনহাটায় ব্যাপক চাঞ্চল্য – students locked teacher in school and shown protest


শিক্ষক দিবসে গোটা দেশ জুড়ে যখন শিক্ষকদের সম্মান দেওয়া হচ্ছে, তখন কোচবিহারের দিনহাটায় দেখা গেল অন্য ছবি। শিক্ষকদের সম্মানে অন্যান্য স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তখন কোচবিহারের এক স্কুলে শিক্ষকদের দিনভর তালাবন্ধ করে রাখল ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা-২ ব্লকের কালমাটি হাই মাদ্রাসায়।

মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ দিনহাটা-২ ব্লকের কালমাটি হাই মাদ্রাসার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষকেরা স্কুলে আসতেই তাদের তালা বন্ধ করে বিক্ষোভে সামিল হন পড়ুয়া ও অভিভাবকেরা। ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের অভিযোগ, স্কুলে শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। ছাত্র – ছাত্রীরা স্কুলে এসে ক্লাস না করে বসে থাকে। নষ্ট হচ্ছে তাদের পড়াশুনা। পড়ুয়াদের অভিযোগ, ‘স্কুলের প্রধান শিক্ষক নিয়মিত আসেন না। যার যা মনে হয় তাই করে।’

Bankura News : অবসরের দিন প্রিয় স্কুলকে বিশেষ ‘উপহার’, চর্চায় বাঁকুড়ার প্রবীণ শিক্ষক
এদিন তাই স্কুলে এক শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে তালা ঝুলিয়ে দেয়। অভিভাবকদের পক্ষে বাবলু হোসেন, আরিফ মিয়া প্রমুখ বলেন, ‘স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাড়ি থেকে পাঠানো হয়। আর সেখানে গিয়ে যদি পড়াশোনাই না হয় তাহলে স্কুলে পাঠিয়ে কী লাভ?’ তাই এদিন স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্কুলের এক শিক্ষক বলেন, ‘প্রধান শিক্ষকে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। উনি স্কুলে নিয়মিত আসেন না। বাড়ি বাড়ি বসে বসেই কাজ না করে মাইনে নেন।’তারই প্রতিবাদে সরব সকল পক্ষ। স্কুলে কর্মরত শিক্ষকদের আরও অভিযোগ, প্রচুর শূন্যপদ থাকলেও তা পূরণের বিষয়ে কোনও উদ্যোগও নেন না প্রধান শিক্ষক। তাই দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে। ক্লাস নিয়মিত হয় না।
Teacher Recruitment : বাটি হাতে রাস্তায় মাস্টারমশাইরা! শিক্ষক দিবসে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হাওড়া

তাই এদিন স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানের পরই সরব হন অভিভাবকেরা। ক্ষোভ প্রকাশ স্কুলের বাকি শিক্ষকদেরও। এরপর একাধিক অভিযোগ তুলে তালা দেওয়া হয় স্কুলে। ভিতরে আটকে পড়েন প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন। পরে পুলিশ গিয়ে তালা খুলে শিক্ষকদের বের করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার পালটা দাবি, স্কুলে গেলে স্থানীয়রা হুমকি দেন। তাই তিনি এখন ছুটিতে আছেন। যদিও শিক্ষকের এই বয়ান মানতে নারাজ স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা। উল্লেখ্য, সব মিলিয়ে শিক্ষক দিবসেই শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পড়ুয়াদের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। সেই ক্ষোভই জমা হতে হতে এদিন ঘটল এই ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *