Abhishek Banerjee on India Name Change : ‘নজর ঘোরানোর কৌশল’, দেশের নাম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিষেক – abhishek banerjee criticises central government for india name change to bharat


India নাম পরিবর্তন করে ভারত রাখার বিষয়ে এবার সুর চড়ালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। নতুন নামকরণের পেছনে ‘নজর ঘোরানো’ তত্ত্ব তুলে ধরলেন তিনি। টুইটে নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা অভিষেকের।

Abhishek Banerjee: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে ‘বিশেষ ঘোষণা’, কমিশনে অভিষেকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ BJP-র
কী বললেন অভিষেক?

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, India vs Bharat মূলত বিজেপি সরকারের নজর ঘোরানোর একটি কৌশল। ডাবল ইঞ্জিন এবং জাতীয়তাবোধ নিয়ে কেন্দ্রীয় সরকার ঠুনকো প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি বলে জানান অভিষেক। তিনি বলেন, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, কর্মসংস্থানের অভাব, সীমান্তে সমস্যা নিয়ে দেশে একাধিক সমস্যা রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা না করে নজর ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের নাম পরিবর্তন

জি ২০ সম্মেলনের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ভারত বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আগামী অধিবেশনে দেশের নাম INDIA থেকে ভারত করার ব্যাপারে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পরেই বিরোধীদের তরফে একের পর আক্রমণ উঠে আসছে। দেশ জুড়ে তৈরি হয়েছে জোর জল্পনা।

Abhishek Banerjee : ‘আমরা যাদবপুরে সিসিটিভি লাগাবোই,’ চ্যালেঞ্জ অভিষেকের
প্রতিবাদ জানিয়েছেন মমতাও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারত তো আমরা বলিই। এর মধ্যে নতুনত্ব কী আছে? তিনি ব্যাখ্যা দেন, ইংরেজিতে বলা হয় ইন্ডিয়াস কনস্টিটিউশন। কবিতার লাইন উল্লেখ করে তিনি জানান, আমাদের মনে রাখতে হবে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তাঁর কথায়, ইন্ডিয়া নামে সারা বিশ্ব আমাদের দেশকে চেনে। তাঁর প্রশ্ন, হঠাৎ আজকে কী এমন হল যাতে দেশের নাম বদলে দিতে হবে? তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বড় বড় সব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।

Abhishek Banerjee : ‘মারবি যত, বাড়ব তত, ফুটবে তত ফুল’

নাম পরিবর্তনের বিরোধীরা একজোট

দেশের নাম পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করেছে একাধিক বিরোধী দল। তাঁদের মতে, সম্প্রতি কেন্দ্রের বিরোধী দলগুলো INDIA নামে বিরোধী জোট তৈরি করেছে। সেই নাম নিয়ে আগামী লোকসভা নির্বাচনে লড়বে। সেক্ষেত্রে India র সঙ্গে লড়াইয়ে নামকরণের দিক থেকে বিভ্রান্তিতে পড়তে হতে পারে বিজেপি ও বিজেপি জোটের দলগুলোকে। সেই কারণে তড়িঘড়ি দেশের নাম ভারত রাখার সিদ্ধান্ত নেওয়া হল বলেই মনে করছে বিরোধীরা। যদিও, ব্রিটিশ স্বত্তা বজায় না রেখে দেশীয় নাম ব্যবহারের কারণেই নাম পরিবর্তন করা হবে বলেও জানানো হয় বিজেপির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *