Calcutta High Court : জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়, আপত্তি জানাল ED – partha chatterjee appeal for bail at calcutta high court against ssc scam west bengal


ফের জামিনের আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রীর Partha Chatterjee। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করতে Calcutta High Court-এর দ্বারস্থ হলেন তিনি। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি আছে। দীর্ঘ প্রায় এক বছর জেল হেফাজতে থাকার পর জামিনের আবেদন চেয়েছেন তিনি।

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘টেট পাশ’ রায় বহাল! বুধে ‘বড়’ নির্দেশ হাইকোর্টের
কী জানা যাচ্ছে?

বুধবার আদালতে দারস্থ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক বছর পর জামিন চেয়ে হাইকোর্টের দারস্থ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। মানিক ভট্টাচার্য’র স্ত্রী জামিন পাওয়ার পরেই আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন। আগামী ৯ অক্টোবর শুনানি।

Justice Abhijit Ganguly : ‘ক’দিন পর তো চলেই যাব…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য তোলপাড় হাইকোর্ট
ইডি কী জানাচ্ছে?

ইডির জানিয়েছে, রাজ্যে শিক্ষা ও নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছ। সেই নিয়োগ দুর্নীতির মূল কাণ্ডারী হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া ইডি আরও জানাচ্ছে, যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির যে তদন্ত সেটা এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। এমত অবস্থায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মঞ্জুর করলে তদন্তের ক্ষতি হবে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে সেই সংক্রান্ত নথিও সেটাও তাঁরা পেশ করতে চায়। সে কারণে আদালতে পেশ করার সময় চেয়েছে তাঁরা। আদালত আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে৷

বিলম্ব নয়, দ্রুত করাতে হবে ছাত্রভোট! রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
পার্থর জামিনের আবেদন

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেকে এর আগেও নির্দোষ বলে দাবি করেছেন। নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে তাঁর দাবি। সেই কারণেই তাঁকে জামিন দেওয়া হোক বলে আবেদন তাঁর। জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বছরের বেশি সময় ধরে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।যদিও নিম্ন আদালত বারবার তাঁরও জামিনের আবেদন খারিজ করেছে ।

‘পার্থদার গলার স্বর একেবারে…’ আবেগতাড়িত শোভন

পার্থ চট্টোপাধ্যায় বছর খানেক আগে ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির বিষয়ে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করে। সেইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় বাড়িতেও হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। তাঁর বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায়। বিপুল নগদ টাকা ও সোনা-সহ গ্রেফতার করা হয় অর্পিতা চট্টোপাধ্যায়কে। তারপর থেকে নিম্ন আদালতে দফায় দফায় জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু জামিনের আবেদন মঞ্জুর হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *