Calcutta High Court : ‘পুলিশ কিন্তু বিপদে পড়বে…’, হাইকোর্টের নির্দেশ অমান্য, রাজ্যকে হুঁশিয়ারি বিচারপতির – calcutta high court justice joy sengupta slams police and state government on lawyer security case


জয়নগরে কেন সেই আইনজীবীর বাড়িতে এখনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি? বুধবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য পুলিশ। আদালতের নির্দেশ কেন মেনে চলা হয়নি, সেই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এখনই পদক্ষেপ করা না হলে পুলিশ বিপদে পড়বে বলেই জানিয়েছে আদালত। এদিন রাজ্যের উপর চরম ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

রাজ্যের ভূমিকা ক্ষুব্ধ বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘জয়নগরে কেন সেই আইনজীবীর বাড়িতে এখনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি? গুরুতর অভিযোগ থাকার কারণেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এখনই পদক্ষেপ না করলে পুলিশ কিন্তু বিপদে পড়বে! রাতেই নির্দেশের কপি ওয়েবসাইটে আপলোড হয়েছে। তারপরেও নির্দেশ মানতে ইচ্ছে করছে না? ‘

Recruitment Scam : ঘুমিয়ে পড়লেন! পুর নিয়োগে ইডি-সিবিআই তদন্তে ক্ষুব্ধ কোর্ট
বেআইনি নির্মাণের ছবি তুলতে গিয়ে আক্রমণের মুখে পড়েন আইনজীবী সুখদেব সরকার। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। DIG CID-কে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশে আপত্তি জানায় রাজ্য সরকার। সেই নিয়ে আদালতে আজ আবেদন জানায় রাজ্য। সরকারের তরফে জানানো হয়, রাজ্যের সিআইডিতে ডিআইজির তিনটি পদ থাকলেও এখনও একজনই সব দায়িত্ব সামলান। ওই একজন ডিআইজি এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলার মাথায় রয়েছেন। সেই কারণে আইনজীবীর উপর হামলার তদন্তের পূর্ববর্তী নির্দেশ এসএস সিআইডিকে দেওয়া হোক বলে আদালতে আবেদন জানায় রাজ্য।

Calcutta High Court : ‘কিছু দেখা যায়নি…’, ভিডিয়ো দেখে CPIM প্রার্থীর আবেদন খারিজ বিচারপতি সিনহার
রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, ‘গতকাল আপনাদের মত নিয়েই এই নির্দেশ দেওয়া হয়। আগে আপনারা তদন্ত শুরু করুন। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর আদালত ডিআইজি সিআইডির আবেদনের বিষয়টি বিবেচনা করবে। আমি আবারও বলছি বিষয়টা কোনওভাবেই হালকা ভাবে নেবেন না।’ আক্রান্ত আইনজীবী সুখদেব সরকারের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিন আদালতে বলেন, ‘আজ সকাল পর্যন্ত বাড়িতে নিরাপত্তার কোনও বন্দোবস্ত করা হয়নি।’

Calcutta High Court : আনপ্রোফেশনাল! ইডি এবার আদালতের তোপেও
সম্প্রতি বিজেপি নেতা খুনের অন্য একটি পৃথক মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন জয় সেনগুপ্ত। ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে ধৃত মূল অভিযুক্তদের জামিন পাইয়ে দেওয়ার জন্য আদালতে দেরি চার্জশিট পেশের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই নিয়ে বিচারপতি সেনগুপ্ত বলেছিলেন, ‘তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কেন তদন্তের পদক্ষেপ নির্দেশ দেওয়া হবে না? কোর্ট সিআইডি বা অন্য কোনও এজেন্সির হাতে তদন্তভার দিতে চায় না। কিন্তু কেন সেটা করতে হয়, এটা মামলা অন্যতম বড় উদাহরণ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *