CV Ananda Bose : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে ‘ডোন্ট কেয়ার’! ফের আরেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপাল বোসের – cv ananda bose governor of west bengal appointed kanyashree university vice chancellor


রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন সংঘাত চরমে। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন মেনে চলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার ‘বারণ’ সত্ত্বেও ফের রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। বুধবার মধ্যরাতে নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অধ্যাপক কাজল দে-কে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। মধ্যরাতে তাঁর নিয়োগপত্রে সই করছেন রাজ্যপাল বোস।

Governor of West Bengal: ‘রাজা কৃষ্ণচন্দ্রের সভার বিদূষককে রাজ্যপাল করে পাঠিয়েছে…’, সিভি আনন্দ বোসকে কটাক্ষ ব্রাত্যর
রাজ্যপালের এই সিদ্ধান্তে রাজভবন-নবান্ন সংঘাত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বুধবার মধ্যরাতে রাজভবনের তরফে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাজ্যপাল নিয়োগনামাই সই করছেন। কাজল দে বর্তমানে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রয়েছেন। তাঁকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।

Mamata Banerjee: অর্থনৈতিক বাধা থেকে ধরনা, রাজ্যপালের সঙ্গে সংঘাতে অগ্নিকন্যার ভূমিকায় মমতা
১৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যপাল বোসকে কটাক্ষ করতে ছাড়ছেন না কেউই। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল বোস কোনও আইন মানছেন না বলে অভিযোগ সরকারে। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এই নিয়ে রাজ্যপালকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয় গুলিতে ‘আর্থিক বাধা’ তৈরির বার্তাও দেন মমতা।

Bratya Basu News : ‘যাহা চালভাজা তাহাই মুড়ি…’, বোসের ‘সিদ্ধান্ত’-কে কটাক্ষ ব্রাত্যর, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
মঙ্গলবারের শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘যা খুশি তাই করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থা যাতে সম্পূর্ণ ভেঙে পড়ে, সেই চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা মানব না। মধ্যরাতে আগে কখনও উপাচার্য নিয়োগ হয়েছে! উনি মুখ্যমন্ত্রী কি নিজেকে মুখ্যমন্ত্রীর থেকে নিজেকে বড় ভাবছেন? সে উনি বড় হতেই পারেন… কিন্তু এমন যদি চলতে থাকে, তাহলে আমি অর্থনৈতিক অবরোধ তৈরির করব। দেখি কে টাকা দেয়। যে বিশ্ববিদ্যালয় রাজভবনের কথা শুনে চলবে, সেখানে এটাই করা হবে। এই ক্ষেত্রে টিট ফর ট্যাট। আপোস করার কোনও প্রশ্নই নেই। উনি উপাচার্য নিয়োগ করতে পারেন। কিন্তু টাকা আমরা দিই, শিক্ষকদের বেতনও আমরা দিই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *