এই সময়: সময়ের সঙ্গে পাল্লা দিতে রাজ্যে চালু হবে ডেটা রিসার্চ সেন্টার। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার এক ভাইঝি আমেরিকার শিকাগোয় ডেটা সায়েন্সে কাজ করে।
ওকে বললাম, তুই বাংলায় আসছিস না কেন? ও বলল, আমরা ডেটা সায়েন্সের কাজ করি। আগামী দিনে কী হতে যাচ্ছে, তার উপর সমীক্ষার কাজ করে। সেখানে অনেক কলেজ, ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স পড়ানো হয়। তাই, এই ধরনের কাজের সুযোগ বেশি।’ মুখ্যমন্ত্রী এই রাজ্যেও ডেটা রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যসচিবকে নির্দেশ দেন।
ওকে বললাম, তুই বাংলায় আসছিস না কেন? ও বলল, আমরা ডেটা সায়েন্সের কাজ করি। আগামী দিনে কী হতে যাচ্ছে, তার উপর সমীক্ষার কাজ করে। সেখানে অনেক কলেজ, ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স পড়ানো হয়। তাই, এই ধরনের কাজের সুযোগ বেশি।’ মুখ্যমন্ত্রী এই রাজ্যেও ডেটা রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যসচিবকে নির্দেশ দেন।
এ দিন মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যেও অনেক কাজের সুযোগ রয়েছে। যাঁরা কাজের জন্য অন্য রাজ্যে চলে গিয়েছেন, তাঁদের আবার রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বেঙ্গালুরুতে যারা কাজ করতে যায়, তাদের অনেকেই পরে কাজ ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু বাংলায় যারা একবার কাজ করতে আসে, তারা এখান থেকে কেউ ছেড়ে যায় না।’