Mamata Banerjee at G -20 Summit : রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন জি ২০ সম্মেলনের নৈশভোজে – mamata banerjee will visit delhi inviting by president droupodi murmu to present at g 20 summit dinner programme


G-20 Summit-এর নৈশভোজে যোগদান করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির আমন্ত্রিত এই নৈশভোজে অন্যান্য রাজ্যের সঙ্গেও আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ তারিখ, শনিবার দিল্লি যাচ্ছেন তিনি।

Delhi G20 Summit : বাইডেন-সুনক-ম্যাঁক্রো, দিল্লির জি-২০ সম্মেলনে আর কোন কোন রাষ্ট্রপ্রধান? রইল তালিকা
জি-২০ শীর্ষ সম্মেলন

আগামী ৯-১০ সেপ্টেম্বরের জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। সেই সম্মেলন দেশ বিদেশের একাধিক রাষ্ট্র নায়ক থেকে শুরু করে মন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। সেই বৈঠকের পর রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ পত্র এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ওই নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

G20 Summit 2023 : ৩ দিন মিলবে না জোমাটো-স্যুইগির ডেলিভারি! জি-২০ বৈঠকের জেরে আর কোন কোন পরিষেবায় কোপ?
মুখ্যমন্ত্রীর সফর

সেদিনের নৈশভোজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরের দিন রবিবার তিনি কলকাতায় ফিরে আসবেন। এরপর পরের সপ্তাহে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা দেবেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নৈশভোজের আমন্ত্রণ নিয়ে বিতর্ক

এই নৈশভোজের আমন্ত্রণ পত্রে লেখা প্রেসিডেন্ট অব ভারত লেখা নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে জল্পনা। বিষয়টির বিরোধিতা জানিয়েছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেশের নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। India জোটের নামের বিরুদ্ধে লড়তেই রাতারাতি দেশের নাম পর্বিরতন করতে চলেছে মোদী সরকার বলে দাবি বিরোধীদের। উল্লেখ্য, লোকসভার বিশেষ অধিবেশনে এই নিয়ে প্রস্তাব পেশ হতে পারে।

India Name Change : দেশের নাম পরিবর্তন কি আইন সম্মত? কলম ধরলেন সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়
জি-২০ সম্মেলন নিয়ে উন্মাদনা

এই সম্মেলন উপলক্ষ্যে নানা আয়োজনে নয়াদিল্লিকে সাজিয়েছে ভারত। দিল্লির একাধিক জায়গায় দেওয়াল চিত্র করা হচ্ছে। সেখানে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যশালী বিষয় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। জানা গিয়েছে, মোট ২০ থেকে ৩০ জন পথশিল্পীদের নিয়োগ দেওয়া হয়েছে। দিল্লি রেলওয়ের ১৩ নম্বর সেতুর নিচে অংশটিতে রাস্তাটি ৩ ভাগে বিভক্ত হয়েছে। সেই রাস্তার দেওয়ালের প্রতিটি পাশে নজরকাড়া রঙে সজ্জিত করা হয়েছে, ফুটিয়ে তোলা হচ্ছে নানা চিত্র।

G20 Summit Indonesia 2022 : নজরে G20 সম্মেলন, ৪৫ ঘণ্টায় ১০ বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতে মোদী

জানা গিয়েছে, জি-২০ সম্মেলনে ৫০০ পুরাকীর্তি প্রদর্শন করা হবে নয়াদিল্লি। শনিবার পুরাকীর্তি প্রদর্শনীর উদ্বোধন করা হবে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শিকড় ও গন্তব্য : অতীত, বর্তমান ও চলমান’ এই শীর্ষক শিরোনাম প্রদর্শনী হবে। দেশের একাধিক ভাস্কর্য, পুরাকীর্তি তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *