Nusrat Jahan Ed Summon Ruplekha Mitra In Flat Scam Case


ফ্ল্যাট প্রতারণা মামলায় আগেই নাম জড়িয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। সূত্রের খবর, তাঁকে ED তলবও করেছে। যদিও অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোনও নোটিশ পাননি। এই নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম সেই সময় টলিপাড়ার আরও এক অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করল ED, জানা গিয়েছে এমনটাই।

সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে আসীন ছিলেন তিনি, উঠে আসছে এমনই তথ্য। ফ্ল্যাট দুর্নীতি মামলায় নিয়ে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল। প্রথম BJP নেতা শঙ্কুদেব পণ্ডা এই নিয়ে সরব হয়েছিলেন। নুসরতের বিরদ্ধে মুখ খুলেছিলেন তিনি।

Nusrat Jahan ED Summon : নুসরতকে তলব ED-র! তৃণমূলের তারকা সাংসদকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
শঙ্কুদেব পণ্ডার অভিযোগ ছিল, “প্রবীণদের অর্থ নিয়ে চিটিংবাজি চলছে। তাঁদের পয়সা নিয়ে ফ্ল্যাট কেনা হচ্ছে। সেই টাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রবীণদের জন্য বিচার চাই। এর শেষ দেখে ছাড়ব।” অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন নুসরত জাহান। এই নিয়ে তোলপাড়ের মধ্যেই ED-র নজরে টলিপাড়ার আরও এক অভিনেত্রী।

ফ্ল্য়াট কেনাবেচার নামে ‘প্রতারণা’! নুসরতকে ইডি-র তলব!

ED নোটিশ প্রসঙ্গে ঠিক কী বললেন নুসরত জাহান?
গত মঙ্গলবার তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে নায়িকা তথা সাংসদ বলেন, “আমি দিনভর কাজে ব্যস্ত থাকি। কলকাতায় এসে যদি জানতে পারি এই ধরনের কোনও নোটিশ এসেছে সেক্ষেত্রে অবশ্যই যাবতীয় পদক্ষেপ করব।” পাশাপাশি তাঁকে ডাকা হলে তিনি অবশ্যই যাবেন বলে জানান এই তারকা সাংসদ।

Nursat Jahan News : ফ্ল্যাট প্রতারণায় ED-র তলব, মুখ খুললেন নুসরত! CGO-তে যাবেন তৃণমূল সাংসদ?
প্রসঙ্গত, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রাহকদের থেকে অগ্রিম নিয়েও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। সংস্থাটির ডিরেক্টর পদে ছিলেন নুসরত জাহান, এমনই তথ্য সামনে আসে। ফ্ল্যাট বিক্রি করার নামে অগ্রিম দিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন নুসরত জাহান।

Nusrat Jahan : ‘অ্যাকশন নিতে হবে, না হলে…!’ নুসরতকে ED-র তলবে কড়া প্রতিক্রিয়া শঙ্কুর
তিনি স্পষ্ট জানান, সংশ্লিষ্ট সংস্থার থেকে তিনি ঋণ বাবদ কিছু টাকা নিলেও তা সুদ সমেত ফেরত দিয়েছেন। তাঁর কাছে যাবতীয় নথি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে তাঁকে ED তলবের খবর সামনে এসেছিল। এই সংস্থার ডিরেক্টরের দায়িত্বে থাকা রাকেশ সিংকে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে নতুন করে এক অভিনেত্রীর নাম সামনে আসায় শোরগোল পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *