মেয়রের ওয়ার্ডেই হামলা
শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র গৌতম দেব। এই ওয়ার্ডেরই সূর্যসেন কলোনি, মোড় বাজার সংলগ্ন রেল কোয়ার্টার এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকে কিছু যুবক নেশার আসর বসাচ্ছে বলে অভিযোগ। প্রকাশ্যে এলাকায় ব্রাউন সুগার বিক্রি হয় বলেও অভিযোগ স্থানীয়দের। সোমবার রাতে সূর্যসেন কলোনিতে স্থানীয় লোকনাথ মন্দিরের সামনে কিছু যুবক নেশার আসর বসানোর পাশাপাশি গালিগালাজ করছিল বলে অভিযোগ। সেই যুবকদের গালিগালাজ করতে বারণ করেন ওই পরিবারের সদস্যরা। আর ওই প্রতিবাদ করার জেরেই দুই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁদের বাঁচাতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়। ঘটনায় সন্ধ্যা সাহা, সুব্রত সাহা ও রঞ্জিত সাহা নামে তিনজন আহত হয়েছেন। রঞ্জিত সাহার মাথায় আঘাত করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
মঙ্গলবার রাতে এনজেপি থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। সুব্রত সাহা জানান, ‘বহুদিন ধরে এলাকায় বসবাস করছি। মাদকাসক্তদের জন্য এলাকায় থাকা যায় না। সন্ধ্যে পর মাঠ ও রেল কোয়ার্টারগুলির সামনে মাদকের আসর বসছে। পুলিশ এলে মাদকাসক্তরা পালিয়ে যায়। পরে ফের চলে আসে। ওইদিন ২ জন নেশা করে গালিগালাজ করছিল। নিষেধ করায় পরে কয়েকজনকে নিয়ে এসে হামলা চালায়।’ অন্যদিকে ‘মেয়রকে বলো’তেও ইতিমধ্যেই এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, ‘এই রকম কোনও অভিযোগ শুনিনি। আমি বাইরে ছিলাম। খোঁজ নিচ্ছি, এরম থাকলে ব্যবস্থা হবে।’
কিছুদিন আগে খুন ছাত্রী
প্রসঙ্গত দিন কয়েক আগেও শিলিগুড়িতে এক স্কুলছাত্রীকে খুনের ঘটনাতেও চাঞ্চল্য ছড়ায়। যৌন নির্যাতনের চেষ্টার বাধা পেয়েই ওই ছাত্রীকে খুন করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বেশ সরগরম হয়ে ওঠে গোটা শিলিগুড়ি। এমনকী ঘটবার প্রভাব পড়ে পাহাড়েও। আর তারপরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল গোটা শিলিগুড়িজুড়ে।